নোভাক জোকোভিচ। —ফাইল চিত্র।
চোটে কাবু নোভাক জোকোভিচ। খেলার মতো অবস্থায় নেই ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। বছরের শেষ প্রতিযোগিতা এটিপি ট্যুর ফাইনালস থেকে নাম তুলে নিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়।
আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে এটিপি ফাইনালস। ইতালির তুরিনে প্রতিযোগিতা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। গত বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জোকোভিচ। ফাইনালে হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনারকে। চোটের জন্য এ বার আর খেতাব রক্ষা করতে পারবেন না জোকার।
এক বিবৃতিতে জোকোভিচ বলেছেন, ‘‘এটিপি ফাইনালসের যোগ্যতা অর্জন করতে পারা অত্যন্ত সম্মানের। তুরিনের কোর্টে নামার অপেক্ষায় ছিলাম। কিন্তু চোটের জন্য আগামী সপ্তাহে আমার পক্ষে খেলা সম্ভব হবে না। যাঁরা আমার খেলা দেখার অপেক্ষায় ছিলেন, তাঁদের কাছে ক্ষমা প্রার্থী। অন্য খেলোয়াড়দের প্রতিযোগিতার জন্য শুভেচ্ছা। আশা করি, খুব তাড়াতাড়ি সকলের সঙ্গে দেখা হবে।’’
আগেই এ বারের এটিপি ফাইনালসে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন সিনার, আলেকজান্ডার জ়েরেভ, কার্লোস আলকারাজ়, দানিল মেদভেদেভ, টেলর ফ্রিৎজ, ক্যাসপার রুড এবং আন্দ্রে রুবলেভ। জোকোভিচ সরে দাঁড়ানোয় খেলার সুযোগ পাচ্ছেন অ্যালেক্স ডি মিনাউর। উল্লেখ্য, বছরের সেরা আট খেলোয়াড় এটিপি ফাইনালসে খেলার সুযোগ পান।
গোটা বছরই চোটে ভুগেছেন জোকোভিচ। একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি ২০২৪ সালে। চোটের জন্য সরে দাঁড়ান ফরাসি ওপেন থেকেও। তবে প্যারিস অলিম্পিক্সে প্রথম বার সিঙ্গলস সোনা জিতে কেরিয়ার গোল্ডেন স্ল্যাম পূর্ণ করেছেন জোকার।