kane williamson

India Vs New Zealand 2021: কানপুর টেস্টে নামার আগে ভারতের স্পিন ত্রয়ীকে নিয়ে চিন্তায় কিউয়ি অধিনায়ক

বৃহস্পতিবার থেকে কানপুরে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত ও নিউজিল্যান্ড। ভারতের মাটিতে ৩৩ বছর পরে টেস্ট জয়ের সুযোগ কেন উইলিয়ামসনদের সামনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৭:২৭
Share:

নিজেদের ‘আন্ডারডগ’ বলছেন উইলিয়ামসন ছবি: টুইটার থেকে।

বৃহস্পতিবার থেকে কানপুরে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত ও নিউজিল্যান্ড। ভারতের মাটিতে ৩৩ বছর পরে টেস্ট জয়ের সুযোগ কেন উইলিয়ামসনদের সামনে। কিন্তু খেলতে নামার ২৪ ঘণ্টা আগে সতর্ক কিউয়ি অধিনায়ক। উইলিয়ামসনের মতে, ভারতে সিরিজ জিততে হলে স্পিন আক্রমণকে ধরে খেলতে হবে। নইলে রোহিত, কোহলী-হীন ভারতকে হারানো কঠিন বলেই মনে করছেন তিনি।

Advertisement

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে উইলিয়ামসন বলেন, ‘‘আলাদা আলাদা ফরম্যাটে খেলার ধরন আলাদা। ইংল্যান্ডে ভারতের যে দল টেস্ট খেলেছিল তার মধ্যে থেকে অনেকেই এই সিরিজে নেই। তাই কারা খেলছে তা না ভেবে আমাদের নিজেদের খেলার দিকে মন দিতে হবে।’’

উপমহাদেশের উইকেটে স্পিনের ভূমিকা কতটা সেটাও বুঝিয়ে দিয়েছেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘‘যে দল বিদেশের পরিবেশের সঙ্গে যত দ্রুত মানিয়ে নিতে পারবে সেই দল তত সুবিধা পাবে। উপমহাদেশে টেস্ট জয়ে বড় ভূমিকা নেয় দলের স্পিন আক্রমণ। ভারত-নিউজিল্যান্ড দু’দলই সেটা জানে। সে ভাবেই তৈরি হচ্ছি। তবে ভারতের মাটিতে ওদের স্পিনারদের খেলা যে কোনও দলের পক্ষে খুব কঠিন। ওদের দলে তিন জন বিশ্বমানের স্পিনার রয়েছে। সেটা আমাদের মোকাবিলা করতে হবে।’’

Advertisement

টেস্ট সিরিজে নিজেদের ‘আন্ডারডগ’ হিসাবেই ভাবতে চান উইলিয়ামসন। তিনি বলেন, ‘‘আমরা এই সিরিজে আন্ডারডগ। তাই আমাদের উপরে আলাদা করে চাপ নেই। খোলা মনে খেলতে পারব। গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও এ বার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। একে বারে শুরু থেকে শুরু করতে হবে। সেটা ভেবেই আমরা খেলতে নামব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement