T20 World Cup 2021

T20 World Cup 2021: ফিঞ্চদের উদ্দাম উল্লাসের কানফাটা চিৎকারের মাঝেই সাংবাদিক বৈঠক সারতে হল উইলিয়ামসনকে

সাংবাদিক বৈঠকে যেখানে হচ্ছিল তার পাশের ঘরটিই ছিল অস্ট্রেলিয়ার সাজঘর। সেখানে নাচ-গানে জয় উদ্‌যাপন করতে থাকেন ফিঞ্চরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ১৫:৫০
Share:

সাংবাদিক বৈঠকে কিউয়ি অধিনায়ক। ছবি: টুইটার থেকে।

টি২০ বিশ্বকাপের ফাইনালে হেরে সাংবাদিক বৈঠকে সবে এসেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আরও একটি ফাইনাল হেরে বিধ্বস্ত কিউয়ি অধিনায়ক। তিনি কথা শুরু করার পরেই পাশের ঘরে শুরু হল উদ্দাম উল্লাস। পাশের ঘরটিই ছিল অস্ট্রেলিয়ার সাজঘর। সেখানে নাচ-গানে জয় উদ্‌যাপন করতে থাকেন ফিঞ্চরা। তার মধ্যেই সাংবাদিক বৈঠক সারতে হল উইলিয়ামসনকে।

Advertisement

বৈঠকের শুরুতেই উইলিয়ামসন বলেন, ‘‘ফাইনাল খেলতে পেরে গর্বিত। তবে জিততে পারলে অনেক বেশি ভাল লাগত। অস্ট্রেলিয়া দুর্দান্ত ক্রিকেট খেলেছে।’’ তিনি যখন এ কথা বলছেন তখন পাশের ঘরে চিৎকার আরও বাড়ছে। সে দিকে ইশারা করে হাসি মুখে কিউয়ি অধিনায়ক বলেন, ‘‘আপনারা শুনতেই পাচ্ছেন ওরা উল্লাস করছে। বিশ্বকাপ ওদের খুব ভাল গিয়েছে। দলে দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। ফাইনালে ওদের প্রত্যেকে নিজেদের অবদান রেখেছে।’’

উইলিয়ামসনের নেতৃত্বে তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। কেন বার বার জয় অধরা থাকে, সেই প্রশ্ন করলে কিউয়ি অধিনায়ক বলেন, ‘‘খেলায় হার-জিত রয়েছে। গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা যে ক্রিকেট খেলেছি তাতে আমি দলের জন্য গর্বিত। ফাইনালে আমাদের থেকে ভাল দলের কাছে হেরেছি।’’

Advertisement

আগামী দিনেও এ ভাবেই তাঁরা খেলতে চান বলে জানান উইলিয়ামসন। তিনি বলেন, ‘‘একই ভাবে আমরা আগামী দিনেও খেলব। দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। তারা আগামী দিনে দলকে আরও উচ্চতায় নিয়ে যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement