বাঁ দিক থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাওস্কর ও রাহুল দ্রাবিড়। ফাইল চিত্র।
টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর মতে, রাতের খেলায় শিশিরের কারণে টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে দল পরে ব্যাট করছে তারা অনেক সুবিধা পাচ্ছে। আইসিসি-কে এই বিষয়ে নজর দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ‘‘ফাইনাল চলাকালীন ধারাভাষ্যকাররা বলছিলেন মাঠে খুব বেশি শিশির পড়ছে না। তাই আমার মনে হয় ফাইনালে শিশির খুব বেশি প্রভাব ফেলেনি। কিন্তু এর আগের ম্যাচগুলিতে শিশির বড় প্রভাব ফেলেছে। এই বিষয়ে নজর দেওয়া উচিত।’’
চলতি বিশ্বকাপে মূল পর্বের ২৩টির মধ্যে ১৮টি ম্যাচে পরে ব্যাট করা দল জিতেছে। সেই ১৮টি ম্যাচের মধ্যে ১৫টি ম্যাচে যে দল টসে জিতেছে সে দল জিতেছে। অর্থাৎ টসে জিতলে প্রথমে বল করা ম্যাচ জেতার প্রথম ধাপ হয়ে দাঁড়়িয়েছে। ক্রিকেটীয় ক্ষমতার বাইরে গিয়ে টস বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন ভারতের প্রাক্তন ওপেনার।
অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মাহেলা জয়বর্ধনেদের আইসিসি ক্রিকেট কমিটিকে এই নিয়ে চিন্তা-ভাবনা করতে বললেন গাওস্কর। তিনি বলেন, ‘‘আমার মনে হয় আইসিসি ক্রিকেট কমিটির এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত। যাতে দু’দল সমান সুবিধা পায়, সে দিকে ভাবতে হবে তাদের। নইলে শুধুমাত্র টসে হারার খেসারত দিতে হতে পারে অনেক ভাল দলকে।’’
আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান কুম্বলে। ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে রয়েছেন দ্রাবিড়, জয়বর্ধনে। সৌরভ হচ্ছেন এই কমিটির পর্যবেক্ষক।