নাম তুলে নিলেন কামরান আকমল ফাইল চিত্র।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিতর্ক। সমস্যা তৈরি হয়েছে কামরান আকমল ও পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। আগামী পিএসএল থেকে নামই তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
পেশোয়ার জালমি এ বার কামরানকে গ্রেডেশনে দ্বিতীয় পর্যায়ে (সিলভার ক্যাটেগরি) নামিয়ে দিয়েছে। এটিই মেনে নিতে পারছেন না কামরান। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, তিনি পিএসএল-এ আর খেলতে চান না। ২৭ জানুয়ারি থেকে করাচিতে পিএসএল শুরু হওয়ার কথা।
কামরান বলেন, ‘‘আমি ধারাবাহিক ভাবে পেশোয়ারের হয়ে পিএসএল-এ ভাল খেলে এসেছি। এর পরেও কী করে আমাকে দ্বিতীয় পর্যায়ে নামিয়ে দেওয়া হল, সেটা নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছি। আমার মনে হয় না, আমি এতটা নীচে খেলতে পারি।’’
তিনি দয়া চান না বলেই জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক। কামরান বলেন, ‘‘দয়া করে আমাকে ছেড়ে দিন। কারণ দ্বিতীয় পর্যায়ের ক্যাটেগরি নতুন ক্রিকেটারদের জন্য। গত ছয় মরসুম পেশোয়ারের হয়ে খেলেছি বলে আমাকে দয়া দেখাতে হবে না। আমি একদম খুশি নই। আমি মনে করি না, আমার সঙ্গে এ রকম ব্যবহার করা উচিত।’’
গত ছয় মরসুম ধরে তাঁর উপর ভরসা রাখার জন্য পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়েছেন কামরান। পিএসএল-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। কিন্তু তাঁর হৃদয় এই মুহূর্তে আর দলের সঙ্গে নেই। তাই তাঁকে ছেড়ে দিলেই তিনি খুশি হবেন বলে জানিয়েছেন কামরান।