বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টন। ৩৯টি উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ক্যারল হজস (৩৭)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের ক্লেয়ার টেলর (৩৬) ও অস্ট্রেলিয়ার ক্যাথির্ন ফিৎজপ্যাট্রিক (৩৩)।
রেকর্ড ঝুলনের ফাইল চিত্র।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড করলেন তিনি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন ঝুলন। তাঁর ঝুলিতে রয়েছে ৪০ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৬ তম ওভারে ঝুলনের বলে বড় শট খেলার চেষ্টা করেন ব্যাটার আনিসা মহম্মদ। কিন্তু ব্যাটের উপরের দিকে লাগায় বেশি দূর বল যায়নি। মিড অনে দাঁড়িয়ে থাকা পরিবর্ত ফিল্ডার তানিয়া ভাটিয়া ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ উইকেট শিকারি হলেন চাকদহ এক্সপ্রেস। বিশ্বকাপে ৩১ ম্যাচে ৪০ উইকেট নিয়েছেন তিনি।
বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টন। ৩৯টি উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ক্যারল হজস (৩৭)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের ক্লেয়ার টেলর (৩৬) ও অস্ট্রেলিয়ার ক্যাথির্ন ফিৎজপ্যাট্রিক (৩৩)।
বর্তমানে যাঁরা ক্রিকেট খেলছেন সেই বোলারদের তালিকায় অবশ্য ঝুলনের ধারেকাছে কেউ নেই। ঝুলনের পরে সেই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শুট। বিশ্বকাপে তিনি ২৭টি উইকেট নিয়েছেন।