ভারতীয় ক্রিকেটারদের উল্লাস ছবি: টুইটার।
প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৮৬।
আসালঙ্কাকে ৫ রানের মাথায় আউট করলেন অক্ষর পটেল। পাঁচ উইকেট পড়ে গেল শ্রীলঙ্কার।
ধনঞ্জয় ডি সিলভাকে আউট করলেন শামি। চতুর্থ উইকেট পড়ল শ্রীলঙ্কার।
মহম্মদ শামির প্রথম বলেই আউট শ্রীলঙ্কার অধিনায়ক করুণারত্নে। ৪ রান করেন তিনি।
৮ রান করে বুমরার বলে আউট লাহিরু থিরিমানে। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ল।
নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন জশপ্রীত বুমরা। ২ রান করে আউট কুশল মেন্ডিস।
শতরান হল না শ্রেয়স আয়ারের। ৯২ রান করে আউট হয়ে গেলেন তিনি। ২৫২ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস।
ষষ্ঠ উইকেট পড়ে গেল ভারতের। ৪ রান করে আউট হয়ে গেলেন জাডেজা।
ব্যাট করতে নেমে চালিয়ে খেলা শুরু করেছিলেন ঋষভ পন্থ। ৩৯ রান করেন তিনি। কিন্তু এমবুলডেনিয়ার বলে আউট হয়ে ফিরে যান তিনি। পাঁচ উইকেট পড়ে যায় ভারতের।
ফের ব্যর্থ হলেন বিরাট কোহলী। ৮৪০ দিন শতরান করতে পারেননি তিনি। ২৩ রান করে ধনঞ্জয় ডি সিলভার বলে আউট হয়ে যান তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
৩১ রান করে জয়বিক্রমের বলে আউট হয়ে গেলেন হনুমা বিহারি। ৭৬ রানে তৃতীয় উইকেট পড়ল ভারতের।
ভাল খেলছেন হনুমা বিহারি। সঙ্গে রয়েছেন বিরাট কোহলী। ভারতের রান ১৭ ওভারে ২ উইকেটে ৫২। বিহারি ২৬ ও কোহলী ৫ রান করে খেলছেন।
১৫ রান করে এমবুলদেনিয়ার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা।
দ্বিতীয় ওভারেই রোহিতের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে ৪ রানের মাথায় রানআউট হলেন ময়ঙ্ক অগ্রবাল।