Jay Shah

আইসিসি-র চেয়ারম্যান হয়ে মুখ খুললেন জয় শাহ, দায়িত্ব নিয়ে কী কী কাজ করবেন, জানালেন তা-ও

পূর্বঘোষণা মতোই রবিবার থেকে আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন জয় শাহ। দায়িত্ব নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, টেস্ট ক্রিকেটের ঐতিহ্য রক্ষা এবং মহিলাদের ক্রিকেটের উন্নতিতে জোর দিতে চান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ২১:১৫
Share:

জয় শাহ। — ফাইল চিত্র।

পূর্বঘোষণা মতোই রবিবার থেকে আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদ ছেড়ে এ বার তিনি বিশ্ব ক্রিকেটে প্রধান পদে আসীন হলেন। দায়িত্ব নিয়ে মুখ খুলেছেন জয় শাহ। জানিয়েছেন, টেস্ট ক্রিকেটের ঐতিহ্য রক্ষা এবং মহিলাদের ক্রিকেটের উন্নতিতে জোর দিতে চান।

Advertisement

অগস্ট মাসে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন জয় শাহ। গ্রেগ বার্কলের জায়গায় বসেছেন তিনি। ২০১৯ সাল থেকে ভারতীয় বোর্ডের সচিব থাকার পর দায়িত্ব ছাড়লেন। রবিবার সমাজমাধ্যমে বেশ কিছু কথা বলেছেন তিনি।

জয় শাহ লিখেছেন, “আইসিসি-র পদে বসতে পেরে আমি সম্মানিত। ক্রিকেট এমন একটা খেলা যা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে। ফলে আমার দায়িত্ব বেড়ে গিয়েছে। অনেক সুযোগও তৈরি হয়েছে। ক্রিকেট খেলার একটা রূপান্তরের পর্যায়ে রয়েছি। আইসিসি-র দল এবং সদস্য দেশগুলির জন্য কাজ করার ব্যাপারে আমি দায়বদ্ধ। ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে এবং উন্নতির নতুন পথ খুঁজে বার করতে চাই।”

Advertisement

জয় শাহ আরও লিখেছেন, “তৃণমূল স্তরের উন্নতি থেকে বড় প্রতিযোগিতা আয়োজন করা— আমার লক্ষ্য ক্রিকেটকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি সমর্থকদের ইচ্ছাপূরণও করতে চাই। টেস্ট ক্রিকেট হল খেলাটার সর্বোচ্চ চূড়া। তার ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি সমর্থকদের কাছে আকর্ষণ আরও বাড়াতে চাই। একই সঙ্গে মহিলাদের ক্রিকেটের উন্নতি করতে চাই। সেই পরিকল্পনাও দ্রুত করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement