BGT 2024-25

সাজঘরে থাকতে পারলেন না ‘বিশ্রাম’ নেওয়া রোহিত! নেমে পড়লেন মাঠে, পরামর্শ দিলেন বুমরাহদের

শনিবার রোহিতকে অনেকটাই চাপমুক্ত এবং হালকা মেজাজে দেখা গিয়েছে। সতীর্থদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। মাঠের বাইরে থেকে অধিনায়কের দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৯:২৭
Share:

রোহিত শর্মা। ছবি: এক্স (টুইটার)।

সিডনি টেস্টে খেলছেন না রোহিত শর্মা। তবে শনিবার মাঠে নেমে পড়লেন তিনি। প্রথম ১ ঘণ্টা খেলার পর জলপানের বিরতিতে প্রথম বার মাঠে ঢোকেন রোহিত। এই ম্যাচের অধিনায়ক জসপ্রীত বুমরাহকে প্রয়োজনীয় কিছু পরামর্শ দিয়ে আসেন।

Advertisement

ব্যাটে রান নেই। চাপের মুখে নেতৃত্বেও ভুল করছেন। টানা ব্যর্থতা এবং দলের স্বার্থ মাথায় রেখে কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে কথা বলে নিজেই বিশ্রাম নিয়েছেন রোহিত। ১৬ জনের দলেও নাম নেই তাঁর। তবু সাজঘরে বসে থাকতে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক। ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামলেন রোহিত। দিনের প্রথম ১ ঘণ্টা খেলার পর জলপানের বিরতিতে মাঠে ঢোকেন। কথা বলেন বুমরাহ, মহম্মদ সিরাজদের সঙ্গে। সে সময় পর পর উইকেট হারিয়ে বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া। সতীর্থদের প্রয়োজনীয় পরামর্শ দিতে দেখা যায় রোহিতকে। আলাদা করে বেশ কিছু ক্ষণ কথা বলতে দেখা যায় বুমরাহ এবং ঋষভ পন্থের সঙ্গে। কী করলে আরও ভাল ফল হতে পারে, তা বোঝানোর চেষ্টা করছিলেন।

পর মধ্যাহ্নভোজের বিরতিতে তাঁর ‘বিশ্রাম’ নিয়ে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন রোহিত। জানিয়েছেন, অবসর নেওয়ার প্রশ্নই নেই। শুধু সিডনি টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কারও কথায় অবসর নেবেন না বলেও পরিষ্কার করে দিয়েছেন তিনি। সব মিলিয়ে শনিবার রোহিতকে অনেকটাই চাপমুক্ত এবং হালকা মেজাজে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement