IPL Auction 2024

‘২০ কোটি টাকা পাওয়ার যোগ্যই নয়,’ নিলামের পর বিশ্বজয়ী অধিনায়ককে এক হাত সে দেশেরই পেসারের

আইপিএলের নিলামে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। কামিন্স অত টাকা পাওয়ার যোগ্য নন বলে মনে করছেন তাঁরই দেশের এক ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৫:৩১
Share:

প্যাট কামিন্স। —ফাইল চিত্র

আইপিএল নিলামে ২০ কোটি ৫০ লক্ষ টাকা পেয়েছেন প্যাট কামিন্স। সবাইকে হারিয়ে তাঁকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু কামিন্স অত টাকা পাওয়ার যোগ্যই নন, এমনটাই মত অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেসপির।

Advertisement

নিলামের পরে একটি সাক্ষাৎকারে কামিন্সকে নিয়ে মুখ খোলেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা গিলেসপি। তিনি বলেন, ‘‘কামিন্স খুব ভাল বোলার। খুব ভাল অধিনায়ক। কিন্তু আমি মনে করি সেটা টি-টোয়েন্টিতে নয়। আমার মতে, কামিন্স টেস্টের বোলার। লাল বলে ও খুব ভাল।’’

এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন কামিন্স। সে বারের নিলামে তাঁকে প্রায় ১৬ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। কিন্তু বল হাতে বিশেষ কিছু করতে পারেননি তিনি। গত বার খেলেননি। নিজেই নাম তুলে নিয়েছিলেন। এ বার খেলবেন। নিলামের পরে দেশের প্রাক্তন ক্রিকেটারই সমালোচনা করলেন কামিন্সের।

Advertisement

এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন কামিন্স। সে বারের নিলামে তাঁকে প্রায় ১৬ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। কিন্তু বল হাতে বিশেষ কিছু করতে পারেননি তিনি। গত বার খেলেননি। নিজেই নাম তুলে নিয়েছিলেন। এ বার খেলবেন। নিলামের পরে দেশের প্রাক্তন ক্রিকেটারই সমালোচনা করলেন কামিন্সের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement