IPL 2024

চেন্নাই ছেড়ে কোহলির দলের হয়ে খেলার প্রস্তাব ধোনিকে, সপাটে জবাব মাহির, কী বললেন?

আগামী মরসুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস ছেড়ে আরসিবি-র হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয় মহেন্দ্র সিংহ ধোনিকে। জবাবে কী বললেন চেন্নাইকে পাঁচ বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৫
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

চেন্নাই সুপার কিংসকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন তিনি। সেই মহেন্দ্র সিংহ ধোনিকে এক জন প্রস্তাব দিয়েছেন আরসিবির হয়ে খেলার। প্রস্তাব এড়িয়ে যাননি ধোনি। জবাব দিয়েছেন। জানিয়েছেন, আরসিবি খুব ভাল দল। কিন্তু তিনি যদি সেখানে চলে যান বা সমর্থন করেন, তা হলে চেন্নাইয়ের সমর্থকেরা কষ্ট পাবেন। সেটা তিনি চান না।

Advertisement

একটি অনুষ্ঠানে ধোনিকে এই প্রশ্ন করেন আরসিবির এক সমর্থক। তিনি বলেন, ‘‘স্যর, এ বার আপনি আরসিবিতে চলে আসুন। আমাদের আইপিএল জেতান। নইলে অন্তত আরসিবিকে সমর্থন করুন। সেটা করলেও আমাদের ক্রিকেটারেরা অনেক আত্মবিশ্বাস পাবে।’’

জবাবে হাসি দেখা যায় ধোনির মুখে। তিনি বলেন, ‘‘আমি সব দলকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু তার বেশি কিছু করতে পারব না। কারণ, আমি যদি অন্য দলকে সমর্থন করি, তা হলে আমাদের দলের সমর্থকেরা কী ভাববে? ওরা কষ্ট পাবে। সেটা হতে দিতে পারি না।’’

Advertisement

ধোনি সেই ভক্তকে এ-ও জানান, যে আইপিএলে ১০ দলের মধ্যে শক্তিতে তেমন পার্থক্য নেই। খালি মাঠে নেমে পরিকল্পনা কাজে লাগানোর সময় কেউ পারে, কেউ পারে না। ধোনি বলেন, ‘‘আরসিবি খুব ভাল দল। কিন্তু এটাই ক্রিকেট। সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। অনেক সময় কিছু ক্রিকেটার চোট পায়। তাতে দল তৈরি করতে সমস্যা হয়। আমার দলেরই এখন অনেক সমস্যা আছে। তার পরে অন্য দলের দিকে মন দেওয়ার সময় নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement