Ranji Trophy 2024-25

রঞ্জিতে রোহিত-যশস্বীর মুম্বইকে তিন দিনে হারাল জম্মু-কাশ্মীর, হার পিছু ছাড়ছে না ভারত অধিনায়কের

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালের মতো টেস্ট ক্রিকেটারেরা খেলতে নেমেছিলেন মুম্বইয়ের হয়ে। কিন্তু তা-ও দলের হার বাঁচাতে পারেননি। তারকাসমৃদ্ধ মুম্বই দলকে তিন দিনে হারিয়ে দিল জম্মু-কাশ্মীর। রোহিত খেললেই হারছে দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৪:৩৯
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

মুম্বইকে হারিয়ে দিল জম্মু-কাশ্মীর। গত বারের রঞ্জিজয়ী দল হেরে গেল গ্রুপ পর্বের ম্যাচে। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালের মতো টেস্ট ক্রিকেটারেরা খেলতে নেমেছিলেন মুম্বইয়ের হয়ে। কিন্তু তা-ও দলের হার বাঁচাতে পারেননি। তারকাসমৃদ্ধ মুম্বই দলকে তিন দিনে হারিয়ে দিল জম্মু-কাশ্মীর। রোহিত খেললেই হারছে দল।

Advertisement

যে ম্যাচে দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছ’জন ক্রিকেটার রয়েছেন, সেই মুম্বই দল হেরে গেল জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। মুম্বইয়ের হয়ে খেলছেন টেস্ট অধিনায়ক রোহিত এবং ওপেনার যশস্বী। সেই সঙ্গে এক দিনের ক্রিকেটে খেলা শ্রেয়স আয়ার এবং শিবম দুবে দলে রয়েছেন। দীর্ঘ দিন টেস্ট খেলা অজিঙ্ক রাহানে মুম্বইয়ের অধিনায়ক। সেই সঙ্গে রয়েছেন শার্দূল ঠাকুর। তাঁরা সকলেই কখনও না কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বা খেলছেন। সেই সব ক্রিকেটার থাকা সত্ত্বেও হারতে হল মুম্বইকে।

মুম্বই প্রথম ইনিংসে ১২০ রান করে। সেই ইনিংসে রোহিত করেন ৩ রান। যশস্বী আউট হয়ে যান ৪ রানে। রান পাননি রাহানে (১২), শ্রেয়স (১১) এবং শিবমও(০)। একমাত্র শার্দূল রান করেন। তিনি ৫৭ বলে ৫১ রান করে দলকে লড়াইয়ে রাখেন। বল হাতেও শার্দূল দু’টি উইকেট নেন। তবে জম্মু-কাশ্মীর ২০৬ রান তোলে। ৮৬ রানে লিড পেয়ে যায় তারা।

Advertisement

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন রোহিতেরা। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করেন তিনি। ৩৫ বলে ২৮ রান করেন। তিনটি ছক্কা মারেন রোহিত। যশস্বীও ২৬ রান করে। কিন্তু সেই জুটি ৫৪ রানের বেশি এগোয়নি। দুই ওপেনার ফিরতেই চাপে পড়ে যায় মুম্বই। রাহানে (১৬), শ্রেয়স (১৭) এবং শিবম (০) ব্যর্থ হন। দ্বিতীয় ইনিংসেও মুম্বইয়ের মান বাঁচান শার্দূল। ১৩৫ বলে ১১৯ রান করেন তিনি। ১৮টি চার মারেন শার্দূল। তিনি এবং তনুষ কোটিয়ান (৬২) না থাকলে অনেক কম রানে শেষ হয়ে যেতে পারত মুম্বই।

জম্মু-কাশ্মীরের সামনে ২০৫ রানের লক্ষ্য রাখে মুম্বই। রোহিতকে দেখা যায় সেই সময় বল করতে নামার আগে দলকে ‘পেপ টক’ দিতে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু তাতেও লাভ হয়নি। হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচ জিতে নেয় জম্মু-কাশ্মীর।

ভারতীয় দলের এত জন ক্রিকেটারকে দলে নিয়েও হার মুম্বইয়ের কাছে যথেষ্ট লজ্জার। যে হারের ফলে নক-আউট যাওয়া কঠিন হয়ে গেল মুম্বইয়ের পক্ষে। ৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে তারা। জম্মু-কাশ্মীর ৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বরোদা। তবে মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ চলছে তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement