রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। কিন্তু তাঁর প্রতি করুণা হয় রবিচন্দ্রন অশ্বিনের। অস্ট্রেলিয়া সফরের মাঝে অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু কখনও প্রধান নির্বাচক হবেন না বলে জানিয়েছেন অশ্বিন।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ভারত। তার পর থেকেই আগরকরের সমালোচনা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা করুণ নায়ারকে নেওয়া হয়নি। দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারেরও, যা মেনে নিতে পারছেন না অনেকে। যে কারণে আগরকরকে দোষ দেওয়া হচ্ছে। অশ্বিন বলেন, “যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটারকে টি-টোয়েন্টি খেলানো উচিত। ও বিশ্বকাপের দলে ছিল। ওপেনার হিসাবে যশস্বীকে জায়গা দেওয়া উচিত। আমি কখনও নির্বাচক প্রধান বা দলের ম্যানেজার হতে চাই না। এমন কোনও দায়িত্ব নিতে চাই না যেখানে সিদ্ধান্ত নিতে হবে। আইপিএলে যদি শুভমন গিল আর রুতুরাজ গায়কোয়াড় রান করে দেয়, তা হলে আরও সমস্যা বাড়বে। ভারতীয় সমর্থক হিসাবে আমরা ভাগ্যবান যে, এত প্রতিভাবান ক্রিকেটার রয়েছে।”
অশ্বিন মনে করেন বড় প্রতিযোগিতার ক্ষেত্রে সেই ধরনের ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত, যারা কঠিন পরিস্থিতি সামলাতে পারে। অশ্বিন বলেন, “যতই কেউ পারফর্ম করুক, আমার মনে হয় বড় প্রতিযোগিতার জন্য দল বাছার ক্ষেত্রে আরও কিছু জিনিস দেখা উচিত। সেই ধরনের ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত, যারা কঠিন পরিস্থিতি সামলাতে পারে। চাপ নিতে পারে। এখন অনেক ক্রিকেটার আছে, যারা ভাল ব্যাট করে। শুধু সেটা দিয়ে দল বাছলে হবে না। এগিয়ে থাকতে হলে আরও কিছু প্রয়োজন।”