মাঠের বাইরে যাচ্ছেন লিচ। ছবি টুইটার
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচেই দেখা গেল কনকাশন পরিবর্ত। বস্তুত, ম্যাচের ষষ্ঠ ওভারেই মাথায় আঘাত পাওয়ায় গোটা টেস্ট থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে লেগ স্পিনার ম্যাট পার্কিনসনকে।
প্রথমে ব্যাটিং করতে গিয়ে শুরুতেই বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। প্রথম থেকেই উইকেট হারাতে থাকে তারা। ষষ্ঠ ওভারে ডেভন কনওয়ের একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে যান লিচ। মাঠের বাইরেই তাঁর শুশ্রূষা চলতে থাকে। প্রাথমিক উপসর্গ দেখে মনে হয়েছে, মাথায় আঘাত লেগেছে তাঁর। লিচ নিজেও খেলার মতো জায়গায় ছিলেন না। ঘাড়ে বার বার যন্ত্রণায় হাত বোলাচ্ছিলেন তিনি। ফলে ঝুঁকি না নিয়ে পরিবর্ত হিসাবে পার্কিনসনের নাম ঘোষণা করা হয়।
লিচের চিকিৎসা চলাকালীন ম্যাচ কিছুক্ষণের জন্যে বন্ধ ছিল। ফিজিয়োথেরাপিস্ট এসে লিচকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। গত বারের বিশ্ব টেস্ট বিজয়ী নিউজিল্যান্ডের তাতে কোনও সুবিধা হয়নি। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং ম্যাটি পটসের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।