আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।
যত দিন যাচ্ছে ততই মহার্ঘ্য হয়ে উঠছে আইপিএল। গত বছর সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল ৪৮০০০ কোটি টাকায়। সেই টাকার অঙ্ক বহু গুণে বাড়তে পারে। এমনকী তা পেরিয়ে যেতে পারে ৪ লক্ষ কোটি টাকাও। শুক্রবার তেমনই দাবি করলেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল।
এই মুহূর্তে আইপিএল বিশ্বের দ্বিতীয় দামি লিগ। সবার আগে রয়েছে আমেরিকার জাতীয় ফুটবল লিগ। তারা সম্প্রতি ১১ বছরের জন্যে একটি সংস্থার সঙ্গে প্রায় ১০ লক্ষ কোটি টাকার আর্থিক চুক্তি করেছে।
সেটা মাথায় রেখেই ধুমল বলেছেন, “যদি আমি গত ১৫ বছরে আইপিএলের উত্থান দেখি এবং যদি কোনও আনুমানিক অঙ্ক বেছে নিই, তা হলে আমাদের প্রত্যাশা আগামী ২০ বছরে আইপিএলের মিডিয়া স্বত্বের দাম ৪ লক্ষ কোটিরও বেশি টাকা উঠবে।” প্রসঙ্গত, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার বছরে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল ৬ হাজার কোটি টাকায়। তখনই বিশ্বের অনেক লিগকে টপকে গিয়েছিল তারা।
সেই প্রসঙ্গে ধুমল বলেছেন, “আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ। ব্যক্তিগত ভাবে আমার মত, স্বাধীনতার পর সবচেয়ে ভাল কিছু এ দেশে হয়ে থাকলে সেটা আইপিএল। আমাদের দেশে অনেক বৈচিত্র রয়েছে। অনেক ভাষা, সংস্কৃতি রয়েছে। কিন্তু আইপিএল সবাইকে এক সূত্রে বাঁধে।”
শুধু ছেলেদের নয়, মেয়েদের আইপিএলেও টাকার অঙ্ক লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে মনে করেন ধুমল। বলেছেন, “আমাদের নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে হবে, সমর্থকদের আরও খেলাটার সঙ্গে যোগ করতে হবে, ম্যাচের গুণমান যাতে ভাল হয় সেটার খেয়াল রাখতে হবে। এখন ক্রিকেট অলিম্পিক্সের অংশ। ডব্লিউপিএল মহিলাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। সুড়ঙ্গের শেষে আশার আলো এখন থেকেই আমরা দেখতে পাচ্ছি।”