IPL

IPL: আমদাবাদ দলের মালিকানা নিয়ে উঠছে প্রশ্ন, কী বলছে বোর্ড

আইপিএল-এর দুই নতুন দলের মালিকের নাম ঘোষণা পর সব দু’দিন কেটেছে। এর মধ্যেই আমদাবাদ দলের মালিক সিভিসি ক্যাপিটালকে নিয়ে উঠে গেল প্রশ্ন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ২২:০২
Share:

প্রশ্নে পাত্তা দিচ্ছে না বোর্ড। ফাইল ছবি

আইপিএল-এর দুই নতুন দলের মালিকের নাম ঘোষণা পর সব দু’দিন কেটেছে। এর মধ্যেই আমদাবাদ দলের মালিক সিভিসি ক্যাপিটালকে নিয়ে উঠে গেল প্রশ্ন। জানা গিয়েছে, সিভিসি-র অধীনে রয়েছে একাধিক জুয়ার সংস্থা।

Advertisement

সিভিসি-কে নিয়ে প্রথম প্রশ্ন তোলেন আইপিএল-এর প্রাক্তন কর্তা ললিত মোদী। বোর্ডের উদ্দেশে কটাক্ষ করে তিনি টুইটারে লেখেন, ‘আমার মনে হয় এখন জুয়া সংস্থাগুলি আইপিএল-এর দল কিনতে পারছে। হয়তো নতুন কোনও আইন হয়েছে। আমি জানতে পেরেছি যে এক ফ্র্যাঞ্চাইজি মালিকের অধীনে বিরাট বড় জুয়ার সংস্থা রয়েছে। বিসিসিআই কি ভাল করে পড়াশোনা করে না? এই ধরনের ক্ষেত্রে দুর্নীতি বিরোধী দল কী করতে পারে’?

উল্লেখ্য, মাল্টার জুয়া সংস্থা টিপিকোয় অংশীদারিত্ব রয়েছে সিভিসি-র। জার্মানিতে তাদের বড় দপ্তর রয়েছে। ইংল্যান্ডেও বেশ কিছু জুয়া সংস্থার সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই সব অঞ্চলেই জুয়া বৈধ হলেও ভারতে তা বেআইনি। ফলে কী ভাবে এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকা একটি সংস্থা আইপিএল দলের মালিক হল, তাই নিয়েই প্রশ্ন উঠেছে।

Advertisement

তবে বোর্ড এই ঘটনাকে পাত্তা দিচ্ছে না। তাদের দাবি, পুঙ্খানুপুঙ্খ ভাবে সংস্থার সমস্ত কার্যকলাপ খুঁটিয়ে দেখার পরেই তাদের দল কেনার অনুমতি দেওয়া হয়েছে। অন্য দেশে তাদের ব্যবসায়িক স্বার্থ থাকলেও, ভারতে তারা কোনও নিষিদ্ধ জিনিস নিয়ে ব্যবসা করছে না। ফলে কোনও সমস্যা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement