কোন চার বিদেশি খেলবেন তা বেছে দিলেন সুনীল গাওস্কর। —ফাইল চিত্র
গত বারের আইপিএল ভুলে যেতে চাইবেন রোহিত শর্মারা। পাঁচ বারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্স দলে এ বার নেই কায়রন পোলার্ড। কিন্তু রোহিতরা নিলামে নিজেদের দল গুছিয়ে নিয়েছেন। সেই দলে কোন চার বিদেশি খেলবেন তা বেছে দিলেন সুনীল গাওস্কর। ভারতের প্রাক্তন অধিনায়ক সেই চার জনের মধ্যে কারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, সেটাও বেছে দিয়েছেন।
নিলামে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কেনে মুম্বই। অলরাউন্ডার পোলার্ডের পরিবর্ত হিসাবে তাঁকে দেখা হচ্ছে বলে মনে করা হচ্ছে। গাওস্কর বলেন, “আমার মনে হয় মুম্বই দলে ম্যাচ জেতানোর কাজটা করবে টিম ডেভিড। কয়েক ওভারের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ওর। সেই সঙ্গে রয়েছে গ্রিন। ও ব্যাটে, বলে পার্থক্য করে দিতে পারে। তিন নম্বরেও ব্যাট করতে পারে ও। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করার অভিজ্ঞতা রয়েছে। প্রচুর রান করেছে ও অস্ট্রেলিয়ার হয়ে।”
এ বার যশপ্রীত বুমরা আইপিএল খেলতে পারবেন না। মুম্বই দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে জোফ্রা আর্চারের কাঁধে। গাওস্কর বলেন, “মুম্বই দলের তিন বিদেশি অবশ্যই গ্রিন, ডেভিড এবং আর্চার। চতুর্থ বিদেশি হতে পারে ট্রিস্টিয়ান স্টাবস এবং ডেওয়াল্ড ব্রেভিসের মধ্যে এক জন। সেটা নির্ভর করবে দু’জনের মধ্যে কে ছন্দে রয়েছে তার উপর।”
৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ভারতীয় দল তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে। ১৭, ১৯ এবং ২২ মার্চ হবে সেই তিনটি ম্যাচ। আইপিএলে মুম্বইয়ের প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ২ এপ্রিল হবে সেই ম্যাচ।