IPL 2022

Andrew McDonald: বিশ্বকাপের আগেই আইপিএল, অস্ট্রেলীয়দের খেলা নিয়ে কী বলছেন অজি কোচ

জশ হ্যাজলউড, ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্স পাকিস্তান সফরের জন্য শুরু থেকে খেলতে পারবেন না আইপিএল। তাঁরা পরে ভারতে আসবেন আইপিএল খেলতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫২
Share:

অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। —ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বিশেষ সহায়ক হবে আইপিএল। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। আইপিএল-এর আগে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে যাবে অস্ট্রেলিয়া। প্রায় দু’যুগ পর পাকিস্তান সফর ক্রিকেটারদের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে বলেও মনে করছেন ম্যাকডোনাল্ড।

Advertisement

অজি কোচ অবশ্য পাকিস্তান সফরের থেকেও বেশি আগ্রহী আইপিএল নিয়ে। অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই তাঁর এই আগ্রহ। আইপিএল-এর মান নিয়েও সন্তোষ প্রকাশ করেছে তিনি। ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘সন্দেহ নেই আইপিএল-এর মান আমাদের বিশ্বকাপের প্রস্তুতি এবং পরিকল্পনার জন্য সহায়ক হবে। যেমন জশ হ্যাজলউড বিশ্বকাপের আগে আইপিএল খেলতে যাবে। তাতে ওর ভাল প্রস্তুতিও হয়ে যাবে। অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানের বিমান ধরার আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন ম্যাকডোনাল্ড।

হ্যাজলউড ছাড়াও ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্স পাকিস্তান সফরের জন্য শুরু থেকে খেলতে পারবেন না আইপিএল। এই তিন অস্ট্রেলীয় তারকা সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলিয়া টেস্ট দলেরও নিয়মিত সদস্য। পাকিস্তান থেকে তাঁরা ভারতে আসবেন আইপিএল খেলতে।

Advertisement

ম্যাকডোনাল্ডের মতে আইপিএল খেলাটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তিনি বলেছেন, ‘‘আইপিএল-এ খেলা দারুণ সুযোগ। এই পর্যায়ে খেললে দক্ষতা বোঝা যাবেই।’’ আইপিএল-এর ধারনাও বেশ পছন্দ অজি কোচের। তাঁর মতে, ‘‘এই ধরনের প্রতিযোগিতায় অনেক রকম ভাবনা একত্রিত হওয়ার সুযোগ পায়। বিভিন্ন দেশের খেলোয়াড়রা এক সঙ্গে হয়। কোচেরা আসে। ভাবনার আদান প্রদানের মাধ্যমে খেলাটাই নতুন উচ্চতা পায়। সেটা আমরা প্রতি বছরই দেখতে পাই।’’

ম্যাকডোনাল্ডের দাবি, তিনি অনেক আগে থেকেই আইপিএল-এর সমর্থক। ২০০৮ সালেই তিনি আইপিএল-এর প্রশংসা করেন। সে বছরই টি-টোয়েন্টি ক্রিকেটের ধারনা অনেক বদলে দিয়ে ছিল আইপিএল। তিনি বলেছেন, ‘‘আমাদের ছেলেরা আইপিএল খেলবে, এটা ভেবেই আমি বেশ উত্তেজিত। চাইব আরও অনেক বেশি ছেলে আইপিএল খেলুক। ওরাও প্রচারে আসুক। উল্লেখ্য, অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস-এর সঙ্গে যুক্ত ছিলেন ম্যাকডোনাল্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement