Asia Cup 2023

এশিয়া কাপের সুপার ফোরে রোহিতের ভারতের তিনটি ম্যাচ কবে, কাদের বিরুদ্ধে?

এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে সুপার ফোরে পৌঁছেছে ভারত। সেখানে ভারতকে খেলতে হবে তিনটি দলের বিরুদ্ধে। কবে কবে রয়েছে সেই খেলা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৯
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। পাকিস্তানের পরে দ্বিতীয় দল হিসাবে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মারা। সেখানে কবে কবে ম্যাচ রয়েছে ভারতের? কার কার বিরুদ্ধে খেলতে হবে রোহিতদের?

Advertisement

এ বারের এশিয়া কাপে ভারত আগেই জানিয়ে দিয়েছিল পাকিস্তানে তারা খেলতে যাবে না। সেই কারণে ভারতের সব খেলা দেওয়া হয়েছে শ্রীলঙ্কাতে। সুপার ফোরের বিন্যাসও সে ভাবেই করা হয়েছে। গ্রুপ এ থেকে ভারত যদি শীর্ষে শেষ করত তা হলেও তাদের গ্রুপের দ্বিতীয় দল হিসাবে ধরা হত। পাকিস্তানকে ধরা হয়েছে গ্রুপের শীর্ষে থাকা দল হিসাবে। সুপার ফোরের সূচি আগে থেকে তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপার ফোরে ভারতের প্রথম খেলা ১০ সেপ্টেম্বর। আগামী রবিবার, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিতেরা। গ্রুপের ম্যাচে খেলার ফলাফল না হলেও সুপার ফোরে পাকিস্তানকে হারাতে চাইবে ভারত। রোহিতদের পরের খেলা ১২ সেপ্টেম্বর। প্রতিপক্ষ গ্রুপ বি-র শীর্ষে থাকা দল। গ্রুপ বি থেকে কোন দুই দল সুপার ফোরে যাবে তা এখনও ঠিক হয়নি। মঙ্গলবার শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের পরেই সেটা পরিষ্কার হয়ে যাবে। তবে এখন যা পরিস্থিতি তাতে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা বেশি শ্রীলঙ্কা ও বাংলাদেশের। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তা হলে তারা হবে গ্রুপ বি-র শীর্ষে থাকা দল। অর্থাৎ, ১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত।

Advertisement

সুপার ফোরে ভারতের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর। সেই ম্যাচে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ হবে সেই দল। অর্থাৎ, ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হতে পারেন রোহিতেরা। আর যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তা হলে তাদেরও সুযোগ রয়েছে সুপার ফোরে যাওয়ার। সে ক্ষেত্রে গ্রুপ বি-র দুই দল কারা হবে তা নির্ভর করছে নেট রানরেটের উপর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement