দত্তজিরাও গায়কোয়াড়। —ফাইল চিত্র।
৯৫ বছর বয়সে মৃত্যু হল দত্তজিরাও গায়কোয়াড়ের। তিনিই ছিলেন দেশের প্রবীণতম জীবিত ক্রিকেটার। বরোদায় নিজের বাড়িতে মৃত্যু হল ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়কের। ১১টি টেস্ট খেলা দত্তজিরাও দলকে নেতৃত্ব দিয়েছিলেন চারটি টেস্টে।
দত্তজিরাওয়ের মৃত্যুর খবর জানিয়েছেন ইরফান পাঠান। ভারতের প্রাক্তন অলরাউন্ডার সমাজমাধ্যমে লেখেন, “বরোদা ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে দিয়েছিলেন দত্তজিরাও স্যর। মোতিবাগ ক্রিকেট মাঠে বট গাছের নীচে নীল মারুতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। আর খুঁজে নিতেন আগামী দিনের তারকাদের। তাঁর অভাব প্রতি মুহূর্তে অনুভূত হবে। ক্রিকেটবিশ্বের জন্য এটা বড় ক্ষতি।”
ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের বাবা দত্তজিরাও। অংশুমান ভারতের হয়ে ৪০টি টেস্ট এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছিলেন। ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেছিলেন অংশুমান। তাঁর বাবা দত্তজিরাও ৯ বছর খেলেছিলেন ভারতের হয়ে।