(বাঁ দিকে) সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীর। ছবি: আইসিসি।
ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল কোচ গৌতম গম্ভীর যুগ। একই সঙ্গে শুরু হল টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার যাদবের নেতৃত্বের জমানা। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামল ভারতীয় দল। বিশ্বকাপ ফাইনালের ২৮ দিন পর শনিবার মাঠে নামল পূর্ণশক্তির ভারতীয় দল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে কোনও চমক দিলেন না গম্ভীর, সূর্যকুমারেরা। ভারতের ইনিংস শুরু করবেন যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। তিন নম্বরে নামতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার। পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন হার্দিক পাণ্ড্য। ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে রিয়ান পরাগ, সাত নম্বরে নামবেন রিঙ্কু সিংহ। আট নম্বরে ব্যাট করবেন অক্ষর পটেল। নয় নম্বরে দেখা যেতে পারে আরশদীপ সিংহকে। ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে খেলতে পারেন রবি বিষ্ণোই। ১১ নম্বরে দেখা যাবে মহম্মদ সিরাজকে। টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
১৫ জনের দলের থাকা সঞ্জু স্যামসন, শিবম দুবে, খলিল আহমেদ এবং ওয়াশিংটন সুন্দর শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছেন না। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ রবিবার। তৃতীয় ম্যাচে দু’দল মুখোমুখি হবে ৩০ জুলাই। সিরিজ়ের সব ম্যাচই হবে পাল্লেকেলে।