Indian Womens Hockey

বিশ্বকাপের মাঝে অন্য একটি খেলায় চ্যাম্পিয়ন ভারত, ট্রফি আনলেন দেশের মেয়েরা

হকিতে চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। ফাইনালে জাপানকে ৪-০ গোলে হারিয়ে হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। ২০১৬ সালে শেষ বার এই ট্রফি জিতেছিল ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ১৬:৪৭
Share:

ট্রফি জেতার পরে ভারতের মহিলা হকি দল। ছবি: পিটিআই

ভারতে ক্রিকেট বিশ্বকাপের মাঝে হকিতে চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। ফাইনালে জাপানকে ৪-০ গোলে হারিয়ে হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। ২০১৬ সালে শেষ বার এই ট্রফি জিতেছিল ভারত। সাত বছর পরে আবার চ্যাম্পিয়ন দেশের মেয়েরা।

Advertisement

ঝাড়খণ্ডের রাঁচীতে সেমিফাইনালে ভারতের হয়ে গোলগুলি করেন সঙ্গীতা কুমারি, নেহা, লালরেমসিয়ামি ও বন্দনা কাটারিয়া। এ বারের প্রতিযোগিতা চ্যাম্পিয়নের মতোই খেলেছে ভারত। সাতটি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে তারা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ১৭ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা। তৃতীয় কোয়ার্টারেও গোল করতে পারেন কোনও দল। ১-০ গোলে এগিয়ে থাকায় নিশ্চিন্ত ছিল না ভারত। চতুর্থ কোয়ার্টারে অবশ্য জাপানকে দাঁড়াতে দেয়নি তারা। তিনটি গোল করে ভারত। ৪৬ মিনিটে নেহা, ৫৭ মিনিটে লালরেমসিয়ামি ও ৬০ মিনিটে গোল করেন বন্দনা। শেষ দিকে জাপান অল আউট আক্রমণে যাওয়ায় সুযোগ পেয়ে যায় ভারত।

Advertisement

তবে এই ম্যাচে গোলদাতাদের পাশাপাশি নাম করতে হবে ভারতের গোলরক্ষক সবিতা পুনিয়ার নাম। গোটা ম্যাচ জুড়ে বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান তিনি। ভারতের রক্ষণকে পরাস্ত করতে পারলেও সবিতাকে টপকে গোল করতে পারেনি জাপান। পেনাল্টি কর্নার থেকেও সুবিধা করতে পারেনি তারা। শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়েন সবিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement