Harmanpreet Kaur

অস্ট্রেলিয়ার কাছে হার হরমনপ্রীতদেরও, এক দিনের সিরিজ়‌ে রেকর্ড রান করে জিতল অসিরা

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে হেরেছেন রোহিত শর্মারা। তার কয়েক ঘণ্টার মধ্যেই সে দেশের আর এক প্রান্ত ব্রিসবেনে হারল ভারতের মহিলা দলও। সিরিজ় খোয়ালেন হরমনপ্রীত কউরেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬
Share:

হরমনপ্রীত কউর। — ফাইল চিত্র।

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে হেরেছেন রোহিত শর্মারা। তার কয়েক ঘণ্টার মধ্যেই সে দেশের আর এক প্রান্ত ব্রিসবেনে হারল ভারতের মহিলা দলও। মহিলাদের এক দিনের সিরিজ়‌ের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারাল অস্ট্রেলিয়া। সিরিজ়ও খোয়ালেন হরমনপ্রীত কউরেরা। জোড়া শতরান জর্জিয়া ভল এবং এলিস পেরির।

Advertisement

আগে ব্যাট করতে নেমে ৩৭১/৮ তোলে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে এক দিনের ম্যাচে এটাই তাদের সর্বোচ্চ রান। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে থাকে তারা। কখনওই সমস্যায় পড়তে হয়নি। ওপেনিং জুটিতে ফিবি লিচফিল্ড (৬০) এবং ভল ১৩০ রান তুলে দেন। ওটাই অস্ট্রেলিয়ার ইনিংসের ভিত তৈরি করে দেয়। এর পর দ্বিতীয় উইকেটে পেরির সঙ্গে ৯২ রানের জুটি গড়েন ভল।

তিনি আউট হওয়ার পর বেথ মুনির (৫৬) সঙ্গে তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়েন পেরি। দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে নেমেই শতরান করলেন ভল। ৮৭ বলের ইনিংসে মেরেছেন ১২টি চার। পেরির ৭৫ বলে ১০৫ রানের ইনিংসে রয়েছে ছ’টি ছয় এং সাতটি চার। ভারতের দুই স্পিনার প্রিয়া মিশ্র (১-৮৮) এবং মিন্নু মণি (২-৭১) প্রচুর রান দিয়েছেন। শেষ পাঁচ ওভারে কয়েকটি উইকেট তুললেও বড় রান খাড়া করে অস্ট্রেলিয়া।

Advertisement

ওপেন করতে নেমে রিচা ঘোষ ৭২ বলে ৫৪ করেন। তবে বাকি সব ব্যাটারই ব্যর্থ। স্মৃতি মন্ধানা (৯), হরলীন দেওল (১২), হরমনপ্রীত (৩৮) কেউ দাগ কাটতে পারেননি। জেমাইমা রদ্রিগেস (৪৩) এবং মণির দৌলতে ভারতের রান ভদ্রস্থ জায়গায় পৌঁছয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement