আমদাবাদ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দল। ছবি: টুইটার থেকে
রোহিত শর্মা, বিরাট কোহলীদের থেকে বিশ্বকাপ জয়ের পথে বার্তা পেয়েছিলেন যশ ঢুলরা। এ বার তাঁদের খেলা দেখতে আমদাবাদ স্টেডিয়ামে বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। মঙ্গলবার দেশে ফিরেছিলেন তাঁরা। বুধবার আমদাবাদে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দর্শক আসনে দেখা গেল রবি কুমারদের।
জৈবদুর্গে থাকার কারণে বিরাটদের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারবেন কি না তা স্পষ্ট নয়। তবে যশ ঢুলরা সিনিয়র ভারতীয় দলের খেলা দেখতে এসে আরও উৎসাহ পাবেন তা বলাই যায়। ভারতীয় দলের ব্লেজার পরে খেলা দেখতে এসেছেন যশরা। সঙ্গে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ, জয় শাহরাও।
গুজরাত ক্রিকেট সংস্থার পক্ষ থেকে মাঠে আমন্ত্রণ জানানো হয় ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে। কোনও দর্শক নেই মাঠে। যশরাই শুধু খেলা দেখছেন মাঠে বসে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হবে তাঁদের।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে একটিও ম্যাচ না হেরে বিশ্বজয় করেছেন যশরা। ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দেন তাঁরা।