বাংলা দলের অনুশীলন। —নিজস্ব চিত্র
বাংলার এ বারের রঞ্জি সফর কটকে। এলিট গ্রুপ বি-তে বাংলার সঙ্গে রয়েছে বরোদা, হায়দরাবাদ এবং চণ্ডীগড়। বৃহস্পতিবার কটক উড়ে যাবে বাংলা দল।
মঙ্গলবার ২২ জনের দল ঘোষণা করেছে বাংলা। সেখানে ঋদ্ধিমান সাহার নাম নেই। তিনি ব্যক্তিগত কারণে এ বারের রঞ্জি থেকে সরে দাঁড়িয়েছেন। সূত্রের খবর, তাঁকে ভারতীয় দল থেকে বার্তা দেওয়া হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে নাও রাখা হতে পারে। সেই কারণে রঞ্জি খেলতেও নাকি তিনি রাজি নন।
১৭ ফেব্রুয়ারি থেকে শুরু রঞ্জি। তার আগে পাঁচ দিন নিভৃতবাসে থাকতে হবে দলগুলিকে। ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি অনুশীলন করার সময় পাবে তারা। বাংলা দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। দলে রয়েছেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররাও। তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েল এবং সাকির হাবিব গাঁধীকে নেওয়া হয়েছে দলে। সদ্য অনূর্ধ্ব বিশ্বকাপ জিতে ফেরা রবি কুমারকেও দলে নেওয়া হয়েছে।
বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, অভিষেক রমন, সুদীপ ঘরামি, অভিষেক দাস, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায় চৌধুরী, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, সায়ন শেখর মণ্ডল, আকাশ দীপ, ঈশান পোড়েল, মুকেশ কুমার, কাজী জুনেইদ সইফি, শাকির হাবিব গাঁধী, প্রদিপ্ত প্রামানিক, গীত পুরি, নীলকণ্ঠ দাস, করণ লাল এবং রবি কুমার।