Avesh Khan

এক মাসে চার বার দলবদল, তবু পরা হল না ভারতের জার্সি, হারতে হল বাংলার পেসারের কাছে

মধ্যপ্রদেশের আবেশ খান কখনও ভারতীয় দলে, কখনও আবার রঞ্জি খেলতে মধ্যপ্রদেশ দলে যাচ্ছেন। এক মাসের মধ্যে চার বার দলবদল। তবু ভারতের জার্সি পরা হল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৭
Share:

আবেশ খান। —ফাইল চিত্র।

ভারতীয় দল এবং রাজ্য দলের মাঝে ফুটবলের মতো পাস করে দেওয়া হচ্ছে আবেশ খানকে। মধ্যপ্রদেশের এই জোরে বোলার কখনও ভারতীয় দলে, কখনও আবার রঞ্জি খেলতে মধ্যপ্রদেশ দলে যাচ্ছেন। এক মাসের মধ্যে চার বার দলবদল। তবু ভারতের জার্সি পরা হল না।

Advertisement

প্রথম দুই টেস্টের দলে আবেশকে রেখেছিলেন নির্বাচকেরা। সেই দল ঘোষণা হয়েছিল ১২ জানুয়ারি। কিন্তু ২৫ জানুয়ারি প্রথম টেস্টের প্রথম একাদশে রাখা হয়নি আবেশকে। সঙ্গে সঙ্গে পরের দিন মধ্যপ্রদেশ দলে যোগ দেন তিনি। নেমে পড়েন পুদুচেরির বিরুদ্ধে খেলতে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে আবার ভারতীয় দলে ফিরিয়ে নেওয়া হয় আবেশকে। কিন্তু খেলানো হয়নি। কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ায় রঞ্জি দলে রাখা হয়নি তাঁকে। এমনকি শেষ তিন টেস্টে তাঁকে রাখা হতে পারে ভেবে রঞ্জির ষষ্ঠ ম্যাচেও রাখা হয়নি আবেশকে। অথচ শেষ তিন টেস্টের দলে তাঁকে রাখা হল না। পাঠিয়ে দেওয়া হল রঞ্জি খেলতে। জায়গা করে নিলেন আকাশ দীপ।

আবেশ পুরোপুরি সুস্থ। তাঁর ভারতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে অবাক মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডও। চেয়ারম্যান অনুপ সাবনিস বলেন, “আবেশ তো টেস্ট দলে ছিল। শেষ তিন টেস্টের দলে নেওয়া হয়নি ওকে? আবেশ এবং রজত পটীদার আমাদের সঙ্গে ইনদওরে ছিল। অনুশীলনও করেছে। আমরা ভেবেছিলাম আবেশও ভারতীয় দলে সুযোগ পাবে।” কিন্তু কোনও দলেই সুযোগ না পাওয়ায় আপাতত অপেক্ষা করতে হবে পেসারকে। রঞ্জিতে মধ্যপ্রদেশের শেষ ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাঁকে। যদি না হঠাৎ আবার ভারতীয় দলে ডেকে নেওয়া হয় আবেশকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement