উইকেট নেওয়ার পর বরুণ চক্রবর্তী এবং অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে তিনটি দলের বিরুদ্ধে ২০ বা তার বেশি ম্যাচে জয় পেল তারা। পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপট কলকাতার।
বৃহস্পতিবার হায়দরাবাদকে ৮০ রানে হারিয়ে দেয় কলকাতা। ইডেনে সেই জয় পেতেই নজির গড়ল তারা। এর আগে পঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে ২১ বার জয় পেয়েছিল কলকাতা। এ বারের আইপিএলের প্রথম ম্যাচেই তারা হারিয়ে দেয় বেঙ্গালুরুকে। সেটি ছিল বিরাট কোহলির দলের বিরুদ্ধে কলকাতার ২০তম জয়। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধেও ২০তম জয় তুলে নিল কলকাতা। প্রথম দল হিসাবে আইপিএলে তিনটি দলের বিরুদ্ধে ২০ বা তার বেশি ম্যাচ জেতার নজির গড়ল নাইটেরা।
ম্যাচে প্রথমে ব্যাট করে ২০০ রান করে কলকাতা। অজিঙ্ক রাহানে (৩৮), অঙ্গকৃশ রঘুবংশী (৫০), বেঙ্কটেশ আয়ার (৬০) এবং রিঙ্কু সিংহ (৩২) মিলে বড় রান তোলেন। সেই রান তাড়া করতে নেমে ১২০ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদ। তিনটি করে উইকেট নেন বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী। দু’টি উইকেট নেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট নেন হর্ষিত রানা এবং সুনীল নারাইন।