বিরাট কোহলি। —ফাইল চিত্র
বিশ্বকাপ সেমিফাইনালে বিরাট কোহলি শতরান করতেই বিরিয়ানির ঝড় উঠল ১৫০০ কিলোমিটার দূরে। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়। পরিস্থিতি সামলাতে ডাকতে হল পুলিশ।
বাহরাইচ জেলার তিকোনি বাগ এলাকার এক বিরিয়ানি বিক্রেতা ঘোষণা করেছিলেন, সেমিফাইনালে বিরাট যত রান করবেন তাঁর দোকানের বিরিয়ানির দাম থেকে তত শতাংশ ছাড় দেবেন তিনি। বিরাট শতরান করেন। অর্থাৎ, প্রতিশ্রুতি মতো ১০০ শতাংশই ছাড় দিতে হয় ওই দোকানদারকে।
বিনামূল্যে বিরিয়ানি দেওয়া হচ্ছে জানতে পেরে সবাই ভিড় জমান সেখানে। লাইন পড়ে যায়। আগে বিরিয়ানি নেওয়ার জন্য শুরু হয় হুড়োহুড়ি। সবাই ভাবছিলেন, দেরি হলে যদি বিরিয়ানি শেষ হয়ে যায়, তাই আগে নেওয়ার চেষ্টা করছিলেন। সেই বিক্রেতা ও দোকানের কর্মীরা মিলেও সামলাতে পারছিলেন না। খুব তাড়াতাড়ি বিরিয়ানি শেষ হয়ে যায়।
তার পরেও ভিড় কমেনি। সেখানে উপস্থিত জনতা সেই দোকানদারকে আরও বিরিয়ানি রান্না করার দাবি জানান। পরিস্থিতি বেগতিক দেখে দোকানে তালা লাগিয়ে দেন সেই বিক্রেতা। তিনি খবর দেন পুলিশে। খবর পেয়ে পুলিশ গিয়ে ভিড় নিয়ন্ত্রণ করে। বেশ কিছু ক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দোকানদার জানিয়েছেন, তিনি বুঝতে পারেননি যে এতটা ভিড় হয়ে যাবে। তার মাঝেই আক্ষেপ করেন এক ব্যক্তি। জানান, লাইনে আগে যাঁরা ছিলেন তাঁরা বেশি করে বিরিয়ানি নিয়েছেন। নইলে তাঁরাও পেতেন। বিনামূল্যে আর বিরিয়ানি খাওয়া হয়নি তাঁর।