Virat Kohli

‘স্যান্ডপেপার’ বিতর্ক উস্কে দিলেন কোহলি, পকেটে হাত ঢুকিয়ে দর্শকদের কী দেখালেন বিরাট?

অস্ট্রেলিয়ার ক্রিকেটে কলঙ্কজনক অধ্যায় ‘স্যান্ডপেপার-গেট’ বিতর্ক। রবিবার সিডনিতে কিছু ক্ষণের জন্য সেই দৃশ্য ফিরে এল। সৌজন্যে বিরাট কোহলি। এ দিন তিনি এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন, যা ছয় বছর আগে সেই স্মৃতি উস্কে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১১:৩৮
Share:

পকেট বার করে দেখাচ্ছেন কোহলি। ছবি: সমাজমাধ্যম।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে কলঙ্কজনক অধ্যায় ‘স্যান্ডপেপার-গেট’ বিতর্ক। রবিবার সিডনিতে কিছু ক্ষণের জন্য সেই দৃশ্য ফিরে এল। সৌজন্যে বিরাট কোহলি। এ দিন তিনি এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন, যা ছয় বছর আগে সেই স্মৃতি উস্কে দিয়েছেন। সমর্থকদের পাল্টা দিতে চেয়েই কোহলি এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে ঘটে এই ঘটনা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সমর্থকেরা অনেক ক্ষণ ধরেই কটাক্ষ করে যাচ্ছিলেন ভারতীয় দলকে। তার জবাব দেন কোহলিই। ঋষভ পন্থের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই নিজের পকেটে হাত ঢুকিয়ে দেন। পকেটে বার করে এনে বোঝান যে সেটি খালি। এখানেই থামেননি। নিজের প্যান্ট কিছুটা টেনে এনে ভিতরের দিকে তাকিয়ে মাথা নেড়ে বোঝান সেখানেও কিছু নেই।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৮ সালের সিরিজ়ে ‘স্যান্ডপেপার’ (শিরিষ কাগজ) বিতর্কে উত্তাল হয়েছিল বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করার চেষ্টা ধরা পড়ে গিয়েছিল ক্যামেরায়। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফ্‌ট নির্বাসিত হয়েছিলেন। ব্যানক্রফ্‌টই পকেটে এবং অন্তর্বাসের ভিতরে শিরিষ কাগজ লুকিয়ে রেখেছিলেন। কোহলি সেটিই অনুকরণ করে দেখিয়েছেন।

Advertisement

অতীতে সমর্থকদের সঙ্গে কোহলির খটাখটির বেশ কিছু নজির রয়েছে। কানে হাত দিয়ে কিছু না শুনতে পাওয়ার ভঙ্গি করা, আঙুল তুলে অশালীন ইঙ্গিত, প্রকাশ্যে বাকবিতণ্ডা— ইত্যাদি অনেক কাজই করেছেন। সাম্প্রতিক কালে অবশ্য সমর্থকদের সঙ্গে তাঁর ঝামেলার নজির নেই। আবার তা ফিরে এসেছে সিডনিতে।

রবিবার ভারতীয় দল সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে ছ’উইকেটে হেরে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারতের ইনিংস শেষ হয় ১৫৭ রানে। জয়ের জন্য ১৬২ রান তাড়া করে ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ভারত সিরিজ়ে হেরেছে ১-৩ ব্যবধানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement