—প্রতীকী চিত্র।
সোনার মতো এ বার রুপো এবং তা দিয়ে তৈরি সামগ্রীতে বাধ্যতামূলক ভাবে হলমার্কিং ব্যবস্থা চালুর কাজ শুরু করেছে কেন্দ্র। সোমবার ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, ক্রেতাদের তরফে রুপোয় হলমার্কিং-এর দাবি উঠছে। গুজরাত, কর্নাটক-সহ বিভিন্ন রাজ্যও সেই দাবি জানিয়েছে। সেই কারণেই এ জন্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসকে (বিআইএস) ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত কাজ শুরু হয়েছে। ক্রেতা, গয়না ব্যবসায়ী-সহ বিভিন্ন পক্ষের মতামত নেওয়ার এবং বিআইএস এর সম্ভাব্যতা বিচার করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিআইএসের ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের ফাঁকে জানান মন্ত্রী।
এই অনুষ্ঠানে বিআইএসের ডিজি প্রমোদ কুমার তিওয়ারির দাবি, ৩-৬ মাসের মধ্যে রুপোয় হলমার্কিং চালুর জন্য তৈরি তাঁরা। যে সব পক্ষের সঙ্গে কথা হয়েছে, তাদের প্রত্যেকেই এই বিষয়টিতে সম্মতি জানিয়েছেন। কী ভাবে ছ’সংখ্যা এবং অক্ষরের কোড গয়নার বসানো হবে, এখন তা নিয়েই কথা চলছে। উল্লেখ্য, ২০২১ সালের জুনে দেশে সোনা এবং তা দিয়ে তৈরি গয়নায় হলমার্কিং বাধ্যতামূলক হয়েছে। বর্তমানে দেশের ৩৬১ জেলায় সেই ব্যবস্থা রয়েছে।