Rinku Singh

শেষ বলে ছক্কা রিঙ্কুর, কিন্তু তা-ও কোনও রান পেলেন না কলকাতার ব্যাটার, নেপথ্যে কোন কারণ?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বলে ছক্কা মেরেছিলেন রিঙ্কু সিংহ। কিন্তু সেই রান যোগ হয়নি তাঁর রানের সঙ্গে। ছক্কা মেরেও কেন কোনও রান পেলেন না কেকেআরের ব্যাটার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ২৩:০৮
Share:

শেষ বলে ছক্কা মারছেন রিঙ্কু সিংহ। ছবি: পিটিআই

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জিততে শেষ বলে ১ রান দরকার ছিল ভারতের। ব্যাট করছিলেন রিঙ্কু সিংহ। শিন অ্যাবটকে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন রিঙ্কু। তা-ও কোনও রান পেলেন না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। কেন?

Advertisement

শেষ বলে রিঙ্কু ছক্কা মারার পরে জানা যায় অ্যাবট নো বল করেছেন। তাঁর পা পপিং ক্রিজের বাইরে পড়েছে। ক্রিকেটের নিয়মে সেটি নো বল। যে হেতু ম্যাচ জিততে ভারতের দরকার ছিল ১ রান, তাই সেই নো বলেই ম্যাচ জিতে যায় ভারত। সেই কারণে আর রান যোগ হয়নি রিঙ্কুর। অর্থাৎ, ছক্কা মেরে ম্যাচ জেতালেও সেই কৃতিত্ব পেলেন না ভারতের মিডল অর্ডার ব্যাটার।

আইপিএলের পরে এ বার জাতীয় দলেও ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছে রিঙ্কুকে। শেষ দিকে ব্যাট করতে নেমে ভরসা দিচ্ছেন। এই ম্যাচেও তিনি যখন ব্যাট করতে নামেন তখন ৩৭ বলে ৫৫ রান দরকার ছিল ভারতের। প্রথমে সূর্যের সঙ্গে জুটি বাঁধেন রিঙ্কু। সূর্য আউট হওয়ার পরে নিজেই দায়িত্ব নিয়ে নেন।

Advertisement

শেষ ওভারে পর পর রান আউট হওয়ায় চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু রিঙ্কু টিকেছিলেন। নিজের উপর ভরসা ছিল তাঁর। মাথা ঠান্ডা রেখেছিলেন রিঙ্কু। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement