Ravichandran Ashwin

বিশ্বকাপ শুরুর পাঁচ মাস আগেই হেরে গিয়েছিল ভারত, ফাইনালে বুঝতে পারেন অশ্বিন, কী ভাবে?

বিশ্বকাপ শুরু হওয়ার পাঁচ মাস আগেই নাকি হেরে গিয়েছিল ভারত। সেটা ফাইনাল চলাকালীন বুঝতেও পেরেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কী ভাবে তিনি বুঝেছিলেন সেই ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ২০:৩৫
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র

বিশ্বকাপ ফাইনালে নয়, বিশ্বকাপ শুরু হওয়ার পাঁচ মাস আগেই নাকি হেরে গিয়েছিল ভারত। সেটা ফাইনাল চলাকালীন বুঝতেও পেরেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তখন আর কিছু করার ছিল না। কারণ, ভারত তত ক্ষণে ব্যাট করে ফেলেছে। ব্যাটিং ব্যর্থতায় ভারত তখন অনেকটাই পিছিয়ে পড়েছে।

Advertisement

বিশ্বকাপের চার দিন পরে একটি ইউটিউব ভিডিয়োতে অশ্বিন বলেন, ‘‘ইনিংসের বিরতিতে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, টস জিতে কেন অস্ট্রেলিয়া বল করার সিদ্ধান্ত নিল? বেইলির ব্যাখ্যা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম।’’

অশ্বিনকে কী ব্যাখ্যা দিয়েছিলেন বেইলি? ভারতীয় স্পিনার বলেন, ‘‘বেইলি বলেছিল, ‘আমরা আইপিএলে দেখেছি যে লাল মাটির উইকেট পরের দিকে আরও মন্থর হয়। কিন্তু কালো মাটির উইকেট দিনের বেলা মন্থর হলেও সন্ধ্যার পর শিশির পড়লে ভাল হয়ে যায়। তখন ওই পিচে ব্যাট করা সহজ। পাঁচ মাস আগেই দলের অনেক ক্রিকেটার আইপিএলে খেলেছে। ওরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছে। সেই অনুযায়ী পরিকল্পনা করেছি। ফাইনালে সেটা কাজে লাগিয়েছি।’’’

Advertisement

ভারতীয় স্পিনার জানিয়েছেন, আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত করেছে অস্ট্রেলিয়া। তিনি বলেন, ‘‘বেইলির কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কত আগে থেকে ওরা পরিকল্পনা করেছিল। ভারতে দ্বিপাক্ষিক সিরিজ় ও আইপিএলে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফাইনাল শুরুর আগেই খেলার দখল নিয়ে নিয়েছিল। ওরা আমাদের থেকে পিচ ভাল বুঝতে পেরেছিল। তাই ওরা জিতেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement