Ravichandran Ashwin

‘অসুস্থ মা-ই বলেছিল খেলতে যেতে’, রাজকোট টেস্টে আবার ফিরে আসার কারণ জানালেন অশ্বিন

টেস্টের মাঝেই মায়ের কাছে গিয়েছিলেন ভারতীয় স্পিনার। হাসপাতালের বিছানায় শুয়েই ছেলেকে নির্দেশ দিয়েছিলেন ভারতীয় দলে ফিরে যেতে। সেই কথা রেখেছিলেন অশ্বিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ২০:১৫
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

রাজকোট টেস্ট চলাকালীন অসুস্থ হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের মা চিত্রা। টেস্টের মাঝেই মায়ের কাছে গিয়েছিলেন ভারতীয় স্পিনার। হাসপাতালের বিছানায় শুয়েই ছেলেকে নির্দেশ দিয়েছিলেন ভারতীয় দলে ফিরে যেতে। সেই কথা রেখেছিলেন অশ্বিন। ফিরে গিয়ে দলে যোগ দিয়েছিলেন।

Advertisement

রাজকোটেই ৫০০তম টেস্ট উইকেট নেন অশ্বিন। অনিল কুম্বলের পর তিনিই প্রথম ভারতীয় যিনি টেস্টে ৫০০ উইকেট নেন। অশ্বিন বলেন, “আমি চেন্নাই গিয়ে হাসপাতালে যাই। মায়ের জ্ঞান ছিল না। জ্ঞান ফিরতেই আমাকে বলল, “তুমি কেন এসেছ?” কিছু ক্ষণের মধ্যে আবার জ্ঞান হারায় মা। পরের জ্ঞান ফিরতে আমাকে বলে, “তুমি ফিরে যাও। টেস্ট ম্যাচ চলছে।”

১০০তম টেস্ট খেলতে চলেছেন অশ্বিন। ধর্মশালায় আরও এই মাইলফলক ছুঁতে চলেছেন তিনি। অশ্বিন বলেন, “আমার পুরো পরিবার ক্রিকেটের ভক্ত। আমার সঙ্গে ওরাও সব আবেগের মধ্যে দিয়ে গিয়েছে। আমার ৩৭ বছর বয়স। এখনও আমার বাবা এমন ভাবে খেলা দেখে যেন, এটাই আমার প্রথম ম্যাচ। আমার কাছে এটা বিরাট ব্যাপার। আমার থেকেও ক্রিকেটকে ওরা বোধ হয় বেশি ভালবাসে। আমার এবং ক্রিকেটের মাঝে কিছু এলে ওরাই সেটাকে সরিয়ে দিয়েছে। আমার জন্ম থেকেই বোধ হয় এটা হয়ে আসছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement