WPL 2024

হাঁটুতে অস্ত্রোপচার মোদীর প্রশংসা পাওয়া ক্রিকেটারের, নিজেই জানালেন দ্রুত মাঠে ফিরবেন

ভারতের মহিলা ক্রিকেটার উইমেন্স প্রিমিয়ার লিগেও পুরো খেলতে পারেননি। শুক্রবার তিনি নিজেই জানালেন অস্ত্রোপচারের কথা। পোস্ট করলেন ছবিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৭:০৮
Share:

হারলিন দেওল। —ফাইল চিত্র।

হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে হারলিন দেওলের। ভারতের মহিলা ক্রিকেটার উইমেন্স প্রিমিয়ার লিগেও পুরো খেলতে পারেননি। শুক্রবার তিনি নিজেই জানালেন অস্ত্রোপচারের কথা। পোস্ট করলেন ছবিও।

Advertisement

গুজরাত জায়ান্টস দলে ছিলেন হারলিন। কিন্তু ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান তিনি। মেয়েদের আইপিএলে বাকি ম্যাচ খেলতে পারেননি হারলিন। তাঁর জায়গায় ভার্তি ফুলমলিকে দলে নেয় গুজরাত। শুক্রবার নিজের ছবি দিয়ে হারলিন বলেন, “হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে আমার। সুস্থ হওয়ার শুরু। খুব তাড়াতাড়ি মাঠে ফিরব।” হারলিনের দ্রুত সুস্থতা কামনা করেছেন সূর্যকুমার যাদব।

এ বারের আইপিএলে ফর্মে ছিলেন না হারলিন। গুজরাতের হয়ে তিন নম্বরে ব্যাট করছিলেন তিনি। প্রথম ম্যাচে করেছিলেন ৮ রান। দ্বিতীয় ম্যাচে ওপেনার হিসাবে ৩১ বলে ২২ রান করেছিলেন। তৃতীয় ম্যাচে আবার তিন নম্বরে ব্যাট করেন হারলিন। ২৪ বলে ১৮ রান করেন তিনি সেই ম্যাচে।

Advertisement

২০২১ সালে একটি ক্যাচ নেওয়ার জন্য হারলিন প্রশংসা পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে। ইংল্যান্ডের উইকেটরক্ষক অ্যামি জোন্সের ক্যাচ নিয়েছিলেন হারলিন। বাউন্ডারিতে সেই ক্যাচ ধরে বুঝতে পেরেছিলেন লাইনের বাইরে চলে যাবেন। সঙ্গে সঙ্গে আকাশে ছুড়ে দিয়েছিলেন বল। নিজেকে সামলে নিয়েই ভিতর থেকে লাফ। তালু বন্দি করেছিলেন বলটাকে। সেই দেখে নরেন্দ্র মোদী লিখেছিলেন, ‘বিস্ময়কর! দারুণ ক্যাচ হারলিন।’

গুজরাত প্লে-অফে উঠতে পারেনি। শুক্রবার এলিমিনেটর খেলবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। রবিবার হবে ফাইনাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement