Cheteshwar Pujara

মরসুমের দ্বিতীয় শতরান পুজারার, বিদেশে রান করেই চলেছেন ভারতীয় দলে ব্রাত্য ক্রিকেটার

ভারতীয় দলে জায়গা পান না। কিন্তু কাউন্টি ক্রিকেটে রান করেই চলেছেন চেতেশ্বর পুজারা। সাসেক্সের হয়ে মরসুমের দ্বিতীয় শতরান করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ২০:৪৫
Share:

চেতেশ্বর পুজারা। —ফাইল চিত্র।

চেতেশ্বর পুজারা বুঝিয়ে দিচ্ছেন, এখনও ক্রিকেট বেঁচে আছে তাঁর ব্যাটে। বেশ কয়েক বছর ধরে ভারতীয় দলে জায়গা পান না তিনি। কিন্তু কাউন্টি ক্রিকেটে রান করেই চলেছেন চেতেশ্বর পুজারা। সাসেক্সের হয়ে মরসুমের দ্বিতীয় শতরান করেছেন তিনি।

Advertisement

শনিবার লর্ডস স্টেডিয়ামে মিডলসেক্সের বিরুদ্ধে শতরান করেছেন পুজারা। ২৫৮ বলে এসেছে এই শতরান। ১২টি চার মেরেছেন তিনি। এর আগে ডার্বিশায়ারের বিরুদ্ধে ১১৩ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। তাঁর ব্যাটে ভর করে ডার্বিশায়ারকে ১২৪ রানে হারিয়েছিল সাসেক্স।

সাসেক্সের হয়ে এটি ১০ নম্বর শতরান পুজারার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫টি শতরান করেছেন তিনি। তাঁর আগে রয়েছেন তিন জন ভারতীয়। সচিন তেন্ডুলকর ও সুনীল গাওস্করের প্রথম শ্রেণির ক্রিকেটে ৮১টি করে শতরান রয়েছে। রাহুল দ্রাবিড়ের রয়েছে ৬৮টি শতরান। তার পরেই রয়েছেন পুজারা।

Advertisement

চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করেছেন পুজারা। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি করেছেন তিনি। ২৬০টি প্রথম শ্রেণির ম্যাচে ৫১.৯৬ গড়ে ২০ হাজার রান করেছেন ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement