U19 World Cup

ছোটদের বিশ্বকাপেও ঝগড়া! বাংলাদেশের বোলারদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ ভারতের নেতার

ছোটদের বিশ্বকাপ হলে কী হবে, উত্তেজনা কম নেই এক ফোঁটাও। বিশ্বকাপে শনিবারই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত। সেই ম্যাচেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে দেখা গেল ঝগড়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ২০:৩৬
Share:

ঝামেলার সেই মুহূর্ত। ছবি: এক্স।

ছোটদের বিশ্বকাপ হলে কী হবে, উত্তেজনা কম নেই এক ফোঁটাও। বিশ্বকাপে শনিবারই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত। সেই ম্যাচেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে দেখা গেল ঝগড়া। বাংলাদেশের ক্রিকেটারদের আচরণে রেগে গেলেন ভারতের অধিনায়ক উদয় সাহারান।

Advertisement

গত বারের বিজয়ী বাংলাদেশ শুরুটা ভালই করে। বল হাতে ৭.২ ওভারের মধ্যে ভারতের দু’টি উইকেট ফেলে দেয় তারা। সেখান থেকে হাল ধরেন ওপেনার আদর্শ সিংহ এবং অধিনায়ক উদয়। তৃতীয় উইকেটে আদর্শ ৭৬ রানে আউট হয়ে যান।

সেই জুটি চলাকালীনই উদয়ের সঙ্গে ঝামেলা হয় বাংলাদেশের বোলার আরিফুল ইসলামের। আসলে ভারতের ব্যাটারদের আউট করার পর বাংলাদেশের বোলারদের উচ্ছ্বাস ভাল লাগেনি ভারতীয়দের। আঙুল দেখিয়ে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত করছিলেন বাংলাদেশি বোলারেরা। সেই আচরণেরই প্রতিবাদ করেন উদয়।

Advertisement

বাংলাদেশের আরিফুলের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর সে দিকে এগিয়ে যান আম্পায়ারেরা। তাঁরা দুই ক্রিকেটারকে থামান। এগিয়ে আসেন বাংলাদেশের মাহফুজুর রহমান রাব্বি। তিনি সতীর্থ আরিফুলকে সরিয়ে নিয়ে যান। ব্যাপারটা সেখানেই মিটে যায়। তবে ছোটদের বিশ্বকাপেও দু’দেশের ঝগড়া নজর কেড়ে নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement