India vs Sri Lanka

শ্রীলঙ্কাকে হারিয়ে বৃষ্টিকে ধন্যবাদ সূর্যের, ম্যাচের সেরা বিষ্ণোইয়ের মুখে অধিনায়কের নাম

শ্রীলঙ্কাকে পর পর দু’ম্যাচে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচে জয়ের কৃতিত্ব বৃষ্টিকে দিয়েছেন ভারতের অধিনাক সূর্যকুমার যাদব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ১২:৫১
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

লক্ষ্য ছিল ২০ ওভারে ১৬২। কিন্তু বৃষ্টির কারণে তা কমে দাঁড়ায় আট ওভারে ৭৮ রান। ৬.৩ ওভারে সেই রান তাড়া করে জিতে যায় ভারত। শ্রীলঙ্কাকে পর পর দু’ম্যাচে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে তারা। দ্বিতীয় ম্যাচে জয়ের কৃতিত্ব বৃষ্টিকে দিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর মতে, বৃষ্টিতে ম্যাচ ছোট হয়ে যাওয়ায় জিততে সুবিধা হয়েছে।

Advertisement

ম্যাচ শেষে সূর্য বলেন, “আমরা সিরিজ় শুরুর আগেই ঠিক করে নিয়েছিলাম, কী ধরনের ক্রিকেট খেলব। যে লক্ষ্যই থাকুক না কেন, খেলার ধরন বদলাইনি। তবে এই উইকেটে ১৬২ রান তাড়া করা সহজ হত না। আকাশে মেঘ ছিল। ফলে বোলারেরা একটু সুবিধা পাচ্ছিল। কিন্তু লক্ষ্য কমে যাওয়ায় আমাদের সুবিধা হয়েছে। বৃষ্টি আমাদের সাহায্য করেছে। খেলা জিততে একটু ভাগ্যের সাহায্যও প্রয়োজন। সেটা আমরা পেয়েছি।”

দ্বিতীয় ম্যাচে সেরা হয়েছেন রবি বিষ্ণোই। চার ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। প্রথম দিকে শ্রীলঙ্কা ভাল খেলছিল। ডেথ ওভারে খেই হারায় তারা। ডেথ ওভারে বল করেন বিষ্ণোই। উইকেট নেন তিনি। তাঁর উপর ভরসা রাখার জন্য অধিনায়ককে ধন্যবাদ দিয়েছেন ভারতের ডানহাতি স্পিনার।

Advertisement

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বিষ্ণোই বলেন, “এই ম্যাচে পিচ একটু আলাদা ছিল। বল ঘুরছিল। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী বল করছিলাম। আমার উপর অধিনায়ক ভরসা দেখিয়েছে। শ্রীলঙ্কার রান আটকাতে শেষ দিকে উইকেট তুলতে হত। সেটা আমি করতে পেরেছি। আমি বরাবরই দায়িত্ব নিতে ভালবাসি। সূর্য ভাই যে আমার উপর ভরসা করেছে তার জন্য ওকে ধন্যবাদ।”

ভারতের নতুন অধিনায়ক সূর্য ও নতুন কোচ গৌতম গম্ভীর জুটির শুরুটা ভাল হয়েছে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতেছে ভারত। তৃতীয় ম্যাচে দলের কিছু বদল হতে পারে। বাকিদেরও দেখে নিতে চাইছে ম্যানেজমেন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement