কপ্টার ভেঙে পড়ার পর তুরস্কের সেই হাসপাতাল। রবিবার সকালে। ছবি: সংগৃহীত।
ঘন কুয়াশার মধ্যে উড়়তে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে তুরস্কে হাসপাতাল চত্বরে ভেঙে পড়ল হেলিকপ্টার। এই ঘটনায় ওই কপ্টারে থাকা দুই পাইলট, এক কর্মী এবং এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার দক্ষিণ-পশ্চিম তুরস্কে একটি চারতলা হাসপাতালের ছাদ থেকে উড়েছিল কপ্টারটি। কিন্তু ওড়ার কিছু ক্ষণ পরেই নিয়ন্ত্রণ হারায় সেটি। তার পর হাসপাতাল চত্বরেই একটি খোলা মাঠে আছড়ে পড়ে সেটি। ওই এলাকার গভর্নর জানিয়েছেন, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকার কারণেই এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স হিসাবে ব্যবহার করা হত কপ্টারটিকে। তুর্কি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার সকালে কপ্টারটি আনাতালিয়া শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। ওড়ার কিছু সময় পরেই ঘটে যায় দুর্ঘটনা।
সম্প্রতি তুরস্কের দক্ষিণ-পশ্চিম দিকের প্রদেশ ইসপার্টায় সেনাবাহিনীর প্রশিক্ষণ চলার সময় দু’টি কপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ছ’জন জওয়ানের মৃত্যু হয়েছিল। তবে কী কারণে সেই দুর্ঘটনা ঘটে, তা খোলসা করে তুরস্কের প্রতিরক্ষা দফতর।