রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
রাঁচীতে রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। আগের টেস্টে ৫০০তম উইকেট নিয়েছিলেন তিনি। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিন। প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেটের মালিক তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন অশ্বিন। এলবিডব্লিউ করেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটারকে। সেই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ে ফেললেন অশ্বিন। রাঁচী টেস্টে নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেট নেন তিনি। ৩৭ বছরের অশ্বিন দ্বিতীয় বোলার যিনি ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ১০০ বা তার বেশি টেস্ট উইকেট নিয়েছেন। প্রথম জন জেমস অ্যান্ডারসন। তিনি এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ১৪৫টি উইকেট নিয়েছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় অশ্বিন ভারতীয়দের মধ্যে পিছনে ফেলে দিলেন ভাগবত চন্দ্রশেখর (৯৫), অনিল কুম্বলে (৯২), বিষণ সিংহ বেদী (৮৫), কপিল দেবের (৮৫) মতো বোলারদের।
অশ্বিন ছাড়াও রাঁচী টেস্টের প্রথম সেশনে নজর কেড়েছেন আকাশ দীপ। বাংলার পেসার নেন তিন উইকেট। রবীন্দ্র জাডেজা নেন একটি উইকেট। তাঁদের দাপটে ১১২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড। আউট হয়ে গিয়েছেন জ্যাক ক্রলি (৪২), বেন ডাকেট (১১), অলি পোপ (০), জনি বেয়ারস্টো (৩৮) এবং বেন স্টোকস (৩)। ক্রিজ়ে রয়েছেন জো রুট (১৬ রানে অপরাজিত)।