India vs England

বরুণের বাড়িতে দোসা, সুন্দরের বাড়িতে নৈশভোজ, চেন্নাই পৌঁছেই আবদার তিলকের

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগে চনমনে সূর্যকুমার যাদবেরা। এর মাঝেই তিলক বর্মার আবদার। তিনি চান বরুণ চক্রবর্তীর বাড়িতে দোসা খেতে। ওয়াশিংটন সুন্দরের বাড়িতে নৈশভোজ খাওয়ার ইচ্ছাও রয়েছে তিলকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৪:৩১
Share:

তিলক বর্মা। —ফাইল চিত্র।

কলকাতায় জিতে এ বার চেন্নাইয়ে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগে চনমনে সূর্যকুমার যাদবেরা। এর মাঝেই তিলক বর্মার আবদার। তিনি চান বরুণ চক্রবর্তীর বাড়িতে দোসা খেতে। ওয়াশিংটন সুন্দরের বাড়িতে নৈশভোজ খাওয়ার ইচ্ছাও রয়েছে তিলকের।

Advertisement

বরুণ এবং ওয়াশিংটন, দু’জনেই তামিলনাড়ুর ক্রিকেটার। চিপক তাঁদের ঘরের মাঠ। সেখানে খেলতে গিয়ে তাই দুই ক্রিকেটারের বাড়িতে খাওয়ার আবদার করলেন তিলক। ভারতীয় ক্রিকেট বোর্ড সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে। সেখানেই তিলককে এই আবদার করতে শোনা যায়। তিনি বলেন, “চেন্নাই বললেই মাথায় আসে মাহি ভাইয়ের (মহেন্দ্র সিংহ ধোনি) নাম। আর রজনীকান্ত স্যরের (অভিনেতা) নাম। তবে এখানে বরুণ আর ওয়াশির বাড়ি। সকালে দোসা খাব বরুণের বাড়িতে আর রাতে ওয়াশির বাড়িতে খাব।”

বরুণ জানিয়েছেন, তাঁর পরিবারের অনেকেই শনিবার খেলা দেখতে আসবেন। ভারতীয় দলের জার্সিতে ঘরের মাঠে প্রথম বার খেলতে নামছেন তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন বরুণ। ফলে ইডেনও ছিল তাঁর পরিচিত। এ বার ঘরের মাঠেও স্পিনের ভেল্কি দেখাতে চান বরুণ। ইডেনে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া স্পিনার বলেন, “আমি বুঝেছি যে, ব্যাটারদের সাইড-স্পিনে আউট করা সম্ভব নয়। এক মাত্র বাউন্স দিয়েই বোকা বানানো সম্ভব। সেটাই করেছি।” সেই সঙ্গে বরুণ জানিয়েছেন যে, এখনও নিজের সেরাটা দেওয়া বাকি আছে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement