Yuzvendra Chahal

ভিডিয়ো কলের ছবি পোস্ট করলেন চহল, কার সঙ্গে কথা বলছিলেন জাতীয় দলের ব্রাত্য স্পিনার?

স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে চহলের বিবাহবিচ্ছেদ হতে পারে বলে শোনা যাচ্ছে। এর মাঝেই সমাজমাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করছেন চহল। ভিডিয়ো কলের একটি মুহূর্তের ছবিও স্টোরিতে পোস্ট করেছেন। কার সঙ্গে কথা বলার ছবি পোস্ট করলেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:০৯
Share:

যুজবেন্দ্র চহল। —ফাইল চিত্র।

যুজবেন্দ্র চহলের ব্যক্তিগত জীবন এখন চর্চার কেন্দ্রে। স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হতে পারে বলে শোনা যাচ্ছে। এর মাঝেই সমাজমাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করছেন চহল। ভিডিয়ো কলের একটি মুহূর্তের ছবিও স্টোরিতে পোস্ট করেছেন। কার সঙ্গে কথা বলার ছবি পোস্ট করলেন?

Advertisement

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন চহল। সেটি ভিডিয়ো কলের একটি মুহূর্ত। কিন্তু চহল কার সঙ্গে কথা বলছেন, সেটা বোঝা যাচ্ছে না। কারণ চহলের মুখ দেখা গেলেও, তিনি যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।

চহল সমাজমাধ্যম থেকে ধনশ্রীর সব ছবি মুছে দিয়েছেন। তার পর থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা শুরু হয়। তা এতটাই বড় পর্যায় পৌঁছে যায় যে, চহল সেই নিয়ে নিজেই পোস্ট করেন। তিনি লিখেছিলেন, “আমার সমস্ত সমর্থকের কাছে আমি কৃতজ্ঞ। তাঁদের ভালবাসা এবং সাহায্য ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। কিন্তু এই যাত্রা এখনও শেষ হয়নি। এখনও দেশ, দল এবং সমর্থকদের জন্য অনেক বল করা বাকি। ক্রিকেটার হিসাবে আমি যতটা গর্বিত, ততটাই গর্বিত পুত্র, ভাই এবং বন্ধু হিসাবে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে সকলের কৌতূহল বুঝতে পারছি। সমাজমাধ্যমে বেশ কিছু জিনিস লক্ষ করছি। সেগুলোর কিছু সত্যি হতে পারে আবার কিছু অসত্যও হতে পারে। কিন্তু এক জন পুত্র, ভাই এবং বন্ধু হিসাবে আমি আবেদন করছি এই সব জল্পনায় কান দেবেন না। এগুলো আমাকে এবং আমার পরিবারকে দুঃখ দিচ্ছে। পরিবার আমাকে শিখিয়েছে সকলের ভাল চাইতে। সাফল্য পাওয়ার জন্য পরিশ্রম করতে। তারা আমাকে কখনও শর্টকাট নিতে শেখায়নি। আমি সেই শিক্ষা মেনে চলি।”

Advertisement

পোস্ট করেছিলেন ধনশ্রীও। তিনি লিখেছিলেন, “গত কয়েক দিন আমার এবং আমার পরিবারের জন্য খুব কঠিন ছিল। সব থেকে বিরক্তিকর বিষয় হল, সত্যতা যাচাই না করেই কিছু লোকের সমাজমাধ্যমে ভিত্তিহীন লেখা এবং আমাকে নিয়ে ভুল মন্তব্য করা, ঘৃণা ছড়ানো এবং ট্রোল করা।” তিনি আরও লেখেন, “আমি আমার নাম, পরিচিতি সততার সঙ্গে গড়ে তোলার জন্য বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। আমার নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা শক্তির পরিচয়। নেতিবাচকতা সমাজমাধ্যমে খুব সহজেই ছড়িয়ে পড়ে, তবে অন্যদের উন্নতিতে সাহায্য করতে সাহস এবং সহানুভূতি লাগে।”

যদিও তাঁদের এই সব পোস্টে জল্পনা থামেনি। দু’জনের কেউই পরিষ্কার করে জানাননি তাঁদের সম্পর্কের অবস্থানের কথা। যে কারণে চর্চা চলতেই থাকে। এর মাঝেই চহল ভিডিয়ো কলের মুহূর্ত পোস্ট করলেন। যদিও সেখানে তিনি কার সঙ্গে কথা বলছিলেন, সেটা পরিষ্কার করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement