India vs New Zealand 1st Test

চোটের থাবা রোহিতদের শিবিরেও, ঘাড়ে সমস্যা শুভমনের, তৈরি থাকার নির্দেশ অন্য ব্যাটারকে

বেঙ্গালুরু টেস্টের আগে শুভমনের ঘাড়ে এবং কাঁধে ব্যথা। সোমবার দলকে সমস্যার কথা জানান তিনি। বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে শুভমনকে খেলানো হবে কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৬:২২
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত শুভমন গিল। তাঁর ঘাড়ে চোট রয়েছে। বেঙ্গালুরু টেস্টের আগে শুভমনের ঘাড়ে এবং কাঁধে ব্যথা। সোমবার দলকে সমস্যার কথা জানান তিনি। বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে শুভমনকে খেলানো হবে কি না।

Advertisement

ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য শুভমন। টেস্টে তিন নম্বরে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচ জেতানো ১১৯ রান করেছিলেন শুভমন। কানপুরে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩৯ রান করেছিলেন তিনি। যে টেস্ট ভারত দু’দিনে জিতেছিল। সেই শুভমনকে কিউইদের বিরুদ্ধে না-ও পেতে পারে ভারত।

ভারতের হাতে শুভমন ছাড়া এমন কোনও ক্রিকেটার নেই যিনি নিয়মিত তিন নম্বরে খেলেন। তবে দলে লোকেশ রাহুল রয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় খেলতে অভ্যস্ত। এর আগে টেস্টে ওপেনও করেছেন তিনি। ফলে রাহুলকে তিন নম্বরে তুলে আনা হতে পারে। সে ক্ষেত্রে পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন সরফরাজ় খান। শুভমনের বদলে তাঁকে দলে নেওয়া হতে পারে।

Advertisement

ম্যাচের আগের দিন রোহিত শর্মা জানিয়েছেন ম্যাচের দিন সকালে আবহাওয়া দেখে প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, “সব কিছু আবহাওয়ার উপর নির্ভর করছে। মঙ্গলবার বৃষ্টি হয়েছে। পিচ ঢাকা। তাই বুধবার সকালে টসের আগে সিদ্ধান্ত নেব যে তিন পেসার খেলাব না দুই পেসার। আমরা সব বিকল্প খোলা রাখছি।”

মহম্মদ শামির চোট নিয়েও বলেছেন রোহিত। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর থেকেই গোড়ালির চোট নিয়ে ভুগছিলেন ভারতীয় পেসার। সেই চোট এখনও সারেনি। রোহিত বলেন, “সত্যি বলতে অস্ট্রেলিয়া সিরিজ়ে শামিকে ভাবা কঠিন। শামির হাঁটু ফুলে রয়েছে। যে কারণে ওর দলে ফেরা পিছিয়ে গিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চিকিৎসক এবং ফিজ়িয়োরা দেখছেন শামিকে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement