India tour of Australia 2024

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত শুভমন, আঙুলের চোট এখনও সারেনি ভারতীয় ব্যাটারের

দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। কিন্তু এখনও সুস্থ নন শুভমন। তাই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১০:২৬
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

প্রথম টেস্টের আগে আঙুলে চোট লেগেছিল শুভমন গিলের। যে কারণে পার্‌থে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। কিন্তু এখনও সুস্থ নন শুভমন। তাই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Advertisement

শনিবার থেকে ভারত ক্যানবেরায় দু’দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে। সেখানে শুভমনের খেলার সম্ভাবনা নেই। তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে। বোর্ডের এক কর্তা বলেন, “চোটের পর দলের চিকিৎসকেরা শুভমনকে ১০-১৪ দিনের জন্য বিশ্রাম নিতে বলেছিলেন। তাই এই সপ্তাহের শেষে অনুশীলন ম্যাচে খেলতে পারবে না ও। দ্বিতীয় টেস্টেও খেলতে পারবে কি না তা এখন বলা যাচ্ছে না। দেখা যাক ও কত তাড়াতাড়ি সুস্থ হতে পারে। ওর আঙুল কেমন থাকে। ব্যথা কমলেও খেলার মতো পরিস্থিতি তৈরি হতে সময় লাগবে।”

প্রথম টেস্টে শুভমনের জায়গায় তিন নম্বরে দেবদত্ত পাড়িক্কল ব্যাট করেছিলেন। ওপেন করেছিলেন লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল। শুভমন না ফিরলেও দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন রোহিত শর্মা। তিনি ওপেনিংয়ে ফিরলে রাহুলকে তিন নম্বরে খেলাতে পারে দল।

Advertisement

টেস্টে এক সময় ওপেন করেছেন শুভমন। কিন্তু রান না পাওয়ায় তাঁকে তিন নম্বরে খেলানো হয়। সেখানে সফল হন তিনি। ভারতের হয়ে ২৯টি টেস্টে ১৮০০ রান করেছেন শুভমন। করেছেন পাঁচটি শতরানও। তিন ধরনের ক্রিকেটেই দেশের হয়ে শতরান রয়েছে শুভমনের। ২৫ বছরের এই ব্যাটারকে আগামী দিনের তারকা মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement