সাই সুদর্শন। —ফাইল চিত্র।
পর পর দু’টি ম্যাচে অর্ধশতরান। অভিষেক ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান করলেন সাই সুদর্শন। ৩৬ বছর আগে এমন নজির গড়েছিলেন নভজ্যোৎ সিংহ সিধু। তিনিও অভিষেক ম্যাচে অর্ধশতরান করেছিলেন। পরের ম্যাচেও অর্ধশতরান করেছিলেন সিধু। একই নজির গড়লেন সুদর্শন। সেই সঙ্গে চিন্তা বৃদ্ধি করলেন শুভমন গিলদের।
১৯৮৭ সালের বিশ্বকাপে অভিষেক হয়েছিল সিধুর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৩ রান করেছিলেন তিনি। পরের ম্যাচ ছিল নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ৭৫ রান করেছিলেন সিধু। তৃতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। পরের দু’টি ম্যাচেও অর্ধশতরান করেছিলেন রাজনীতিতে যোগ দেওয়া সিধু। তাঁকে টপকাতে হলে সুদর্শনকে পরের তিনটি ম্যাচে অর্ধশতরান করতে হবে।
শুভমন এক দিনের সিরিজ়ে খেলছেন না। নেই রোহিত শর্মাও। এমন অবস্থায় ভারতীয় দলে ওপেনারের দায়িত্ব পালন করছেন রুতুরাজ গায়কোয়াড় এবং সাই সুদর্শন। রুতুরাজ ছাপ ফেলতে না পারলেও সুদর্শন নজর কাড়লেন। পর পর দু’ম্যাচে অর্ধশতরান করে আগামী দিনেও দলে নিজের জায়গার দাবি জানিয়ে রাখলেন তিনি।
মঙ্গলবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটারেরা। শেষ দিকে পর পর উইকেট হারাল বিশ্বকাপ রানার্সেরা। ৪ উইকেটে ১৬৭ রান থেকে ভারতের ইনিংস শেষ হল ২১১ রান। ৫০ ওভারও ব্যাট করতে পারল না ভারতীয় দল। জবাবে টনি ডি জ়োরজ়ি অনবদ্য শতরানের সুবাদে জয় ছিনিয়ে নিল আয়োজকেরা। দক্ষিণ আফ্রিকা ৪২.৩ ওভারে ২ উইকেটে করল ২১৫ রান।