India vs England

চোট নীতীশের, ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ়ে ডাক পেলেন রঞ্জিতে দুই ইনিংসে শূন্য করা অলরাউন্ডার

মুম্বইয়ের অলরাউন্ডার সদ্য সমাপ্ত রঞ্জি ম্যাচে দুই ইনিংসেই শূন্য করেন। তাঁকেই ভারতের টি-টোয়েন্টি দলে ডেকে নিলেন নির্বাচকেরা। পেশির চোটের কারণে বাদ নীতীশ কুমার রেড্ডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৩
Share:

অনুশীলনে নীতীশ রেড্ডি। ছবি: গেটি ইমেজস।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ডাক পেলেন শিবম দুবে। মুম্বইয়ের অলরাউন্ডার সদ্য সমাপ্ত রঞ্জি ম্যাচে দুই ইনিংসেই শূন্য করেন। তাঁকেই ভারতের টি-টোয়েন্টি দলে ডেকে নিলেন নির্বাচকেরা। পেশির চোটের কারণে বাদ নীতীশ কুমার রেড্ডি।

Advertisement

শনিবার চেন্নাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে ভারত। তার আগেই নীতীশ চোট পেয়েছেন বলে শোনা গিয়েছে। এর আগে অভিষেক শর্মা চোট পেয়েছিলেন। তাঁদের দু’জনেরই চেন্নাইয়ে খেলা প্রায় অসম্ভব। অভিষেকের বদলে কাউকে নেওয়া হয়নি। তবে অলরাউন্ডার নীতীশের বদলে সুযোগ পেলেন শিবম। রঞ্জিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দুই ইনিংসেই শূন্য করা অলরাউন্ডার বল হাতে প্রথম ইনিংসে একটি উইকেট নিয়েছিলেন।

চোটের কারণে রঞ্জি ট্রফির শুরুর দিকে খেলা হয়নি শিবমের। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা) পাঁচ ম্যাচে ১৫১ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৭৯.৭৬। তিনটি উইকেটও নিয়েছিলেন তিনি। বিজয় হজারে ট্রফিতেও (ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা) খেলেছিলেন তিনি। ভারতের হয়ে শেষ বার শিবম খেলেছিলেন গত বছর। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। রাজকোটে দলে যোগ দেবেন তিনি।

Advertisement

ইডেনে সিরিজ়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে নেয় ভারত। সেই ম্যাচে নীতীশ খেলেছিলেন। যদিও তাঁকে বল বা ব্যাট কোনওটাই করতে হয়নি। তবে দু’টি ক্যাচ নিয়েছিলেন তিনি। এই সিরিজ়ে আর পাওয়া যাবে না তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement