তিন নম্বরে নেমে যস্তিকা রান পাননি। কিন্তু স্মৃতির সঙ্গে জুটি বাঁধলেন মিতালি। শেফালি আউট হওয়ার পরে বড় শট খেলা শুরু করেন স্মৃতি। দু’জনে মিলে ৮০ রান যোগ করলেন। অর্ধশতরান এল দু’জনের ব্যাট থেকেই। দেখে মনে হচ্ছিল ৩০০ রান করে ফেলবে ভারত। কিন্তু ৭১ রানের মাথায় স্মৃতি ও ৬৮ রান করে মিতালি আউট হওয়ায় কিছুটা খেই হারায় ভারত।
অর্ধশতরান করলেন মিতালি ছবি: টুইটার।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭৪ রান করল ভারত। অর্ধশতরান করলেন শেফালি বর্মা, স্মৃতি মন্ধানা ও মিতালি রাজ। দক্ষিণ আফ্রিকাকে ২৭৪ রানের মধ্যে আটকাতে পারলেই বিশ্বকাপের শেষ চারে চলে যাবে ভারত। অন্য দিকে এই ম্যাচ হারলে বিদায় নিতে হবে প্রতিযোগিতা থেকে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি। শুরুটা খুব ভাল করেন দুই ওপেনার শেফালি ও স্মৃতি। দ্রুত রান তুলছিলেন তাঁরা। শেফালি তাঁর স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। ৮টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৬৩ রান করে স্মৃতির সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে রানআউট হন তিনি। মেয়েদের বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় কণিষ্ঠ ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করলেন শেফালি। ৯১ রানে প্রথম উইকেট হারায় ভারত।
তিন নম্বরে নেমে যস্তিকা রান পাননি। কিন্তু স্মৃতির সঙ্গে জুটি বাঁধলেন মিতালি। শেফালি আউট হওয়ার পরে বড় শট খেলা শুরু করেন স্মৃতি। দু’জনে মিলে ৮০ রান যোগ করলেন। অর্ধশতরান এল দু’জনের ব্যাট থেকেই। দেখে মনে হচ্ছিল ৩০০ রান করে ফেলবে ভারত। কিন্তু ৭১ রানের মাথায় স্মৃতি ও ৬৮ রান করে মিতালি আউট হওয়ায় কিছুটা খেই হারায় ভারত।
শেষ দিকে হরমনপ্রীত কউর দলের রানকে টেনে নিয়ে গেলেন। তিনি করলেন ৪৮। বাকিরা কেউ রান পাননি। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান করে ভারত। এখন দেখার গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন বল করেন ভারতীয় বোলাররা।