ICC World Cup 2023

শনিবার প্রস্তুতি ম্যাচে বিপক্ষে ইংল্যান্ড, বিশেষ লক্ষ্য নিয়ে মাঠে নামবেন রোহিতেরা

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলিতে প্রথম একাদশ বেছে নেওয়ার চাপ নেই। চাইলে ১৫ জনকেই মাঠে নামানো যাবে। এই ম্যাচেও ভারতীয় দলের রয়েছে একটি বিশেষ লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৫
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

এশিয়া কাপ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জয়ের পর এ বার বিশ্বকাপ। রোহিত শর্মারা আত্মবিশ্বাসী। দলের পারফরম্যান্সেও খুশি ভারতীয় দলের অধিনায়ক। ব্যাটার, বোলারেরা ফর্মে থাকায় বিশ্বকাপে ভাল ফল আশা করছেন তিনি। প্রতিযোগিতা শুরুর আগে সবাইকে আরও ম্যাচ অনুশীলনের সুযোগ দিতে চান তিনি।

Advertisement

গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জস বাটলারদের বিরুদ্ধে শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতেরা। বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আহত অক্ষর পটেলের জায়গায় দলে এসেছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। প্রাথমিক দলের বাকি ১৪ জনই আছেন চূড়ান্ত দলে।

গত বারের চ্যাম্পিয়নেরা এ বারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার। শনিবার ভারতীয় ক্রিকেটারেরা তাই ভাল ম্যাচ অনুশীলন পাবেন। দেশের মাটিতে বিশ্বকাপ হলে রোহিতদের মানিয়ে নিতে হবে উইকেটের সঙ্গে। কারণ, বিশ্বকাপের উইকেটগুলি তৈরি করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নির্দেশ মতো। বাউন্ডারির দূরত্বও করা হয়েছে তাদের নির্দেশ মতো। ফলে এশিয়া কাপের মতো সহজে চার বা ছক্কা হবে না। ২২ গজের পাশাপাশি মাঠের মাপের সঙ্গেও মানিয়ে নিতে হবে ভারতীয় দলের সদস্যদের। ব্যাটিং বা বোলিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফিল্ডিংও। প্রতিপক্ষের রান আটকানোর ক্ষেত্রেও বড় মাঠে পরিকল্পনা বদলাতে হতে পারে।

Advertisement

ইংল্যান্ডের ব্যাটিং এবং বোলিং শক্তি যথেষ্ট ভাল। সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারেরা ভাল ম্যাচ অনুশীলন পেতে পারেন। এই ম্যাচ খেলার জন্য বৃহস্পতিবারেই গুয়াহাটিতে পৌঁছে গিয়েছেন রোহিতেরা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলিতে প্রথম একাদশ বেছে নেওয়ার চাপ নেই। ১৫ জন ক্রিকেটারকেই মাঠে নামানোর সুযোগ রয়েছে। তাই ভারতীয় শিবির চাইলে সকলেই ব্যাট, বল করাতে পারবে। সে ক্ষেত্রে বিশ্বকাপের আগে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। আগামী ৩ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে আরও এক বার নিজেদের দক্ষতা ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement