পোর্ট অব স্পেনে আগ্রাসী ধবন। ছবি: টুইটার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ জয় আগেই নিশ্চিত হয়েছে। তবু তৃতীয় ম্যাচে পরীক্ষার পথে হাঁটল না ভারতীয় দল। ভারতীয় ইনিংসের ২৪ ওভারের পর বৃষ্টির জেরে খেলা ঘিরে তৈরি হয়েছেন অনিশ্চয়তা।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শিখর ধবন। পোর্ট অব স্পেনে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। তাই প্রথমে ব্যাটিং নিয়েও ধবনদের চেনা আগ্রাসী মেজাজে দেখা যায়নি এ দিন। বৃষ্টির কথা মাথায় রেখে উইকেট বাঁচিয়ে খেলার পরিকল্পনা নেয় ভারতীয় দল। পূর্বাভাস মতোই বৃষ্টি নামার আগে ভারত ২৪ ওভারে ১ উইকেটে ১১৪ রান করে। ধবন করলেন ৭৪ বলে ৫৮ রান। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার। ভারতীয় দলের অধিনায়ককে আউট করলেন লেগ স্পিনার হেডেন ওয়ালস। অন্য ওপেনার শুভমন গিল ৬৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ২ রান করে তাঁর সঙ্গে উইকেটে শ্রেয়স আয়ার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি।
অন্য দিকে খেলা শুরুর আগে বিসিসিআই বিবৃতি দিয়ে জানায়, ‘জাডেজা এখনও ১০০ শতাংশ সুস্থ নয়। তাই তৃতীয় এক দিনের ম্যাচের জন্যও জাডেজাকে বিবেচনা করা হয়নি। দলের চিকিৎসকরা চোটের উন্নতির উপর নজর রাখছেন।’ তৃতীয় এক দিনের ম্যাচে ভারতীয় দলে একটিই পরিবর্তন হয়। আবেশ খানের পরিবর্তে প্রথম একাদশে আসেন প্রসিদ্ধ কৃষ্ণ।
এর পর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সিরিজে দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারকে পাওয়া যাবে কি না, সে ব্যাপারে কিছু জানায়নি বোর্ড।