দৌড়তে দৌড়তে তিনি পৌঁছে যান ইডেনের প্রধান গেটের সামনে। সেখানে দাঁড়িয়ে ভারতের পতাকা নাড়াতে নাড়াতে ভারতমাতার জয়ধ্বনি দিলেন সুধীর। সেই সঙ্গে তাঁর বিরাট শঙ্খে ফুঁ দিলেন। ইডেনের পাশে সেই গগনভেদী শঙ্খধ্বনি ভারতীয় সমর্থকদের চিৎকার হয়ে উঠল। ফাঁকা ইডেনে ভারতীয় দলকে উজ্জীবিত করতে রইলেন সুধীর।
ইডেনের বাইরে সুধীর গৌতম। —নিজস্ব চিত্র
ইডেনে দর্শক ঢুকতে পারবেন না। তাও মাঠের চারপাশে পুলিশের সতর্ক প্রহরা। মাঠে খেলা থাকলে রাস্তায় যে ভাবে দর্শকের ভিড় থাকে বুধবার সেটা একে বারেই নেই। তবু কিছু মানুষ ছিলেন এবং ছিলেন সুধীর গৌতম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে তিনি টিকিট পেয়েছেন বলে আনন্দবাজার অনলাইনকে জানালেন সচিন-ভক্ত।
মাঠে ঢোকার জন্য প্রথমে ইডেনের একটি গেট দিয়ে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় সুধীরকে। বলা হয় সামনের দিকের গেটে যেতে। তাঁর সঙ্গে ছবিও তুলতে দেখা যায় বেশ কিছু পুলিশকর্মীকে। ঢুকতে দেওয়া হবে না জেনেও মাঠে আসা কিছু উদগ্রীব ভারতীয় ক্রিকেট ভক্তকেও দেখা গেল সুধীরের সঙ্গে ছবি তুলতে। সামনের গেটের দিকে দৌড়তে দৌড়তে আনন্দবাজার অনলাইনকে সুধীর বলেন, ‘‘দাদার কাছ থেকে টিকিট পেয়েছি। ঢুকতে না দিলে দাদাকেই ফোন করতে হবে।’’
দৌড়তে দৌড়তে তিনি পৌঁছে যান ইডেনের প্রধান গেটের সামনে। সেখানে দাঁড়িয়ে ভারতের পতাকা নাড়াতে নাড়াতে ভারতমাতার জয়ধ্বনি দিলেন সুধীর। সেই সঙ্গে তাঁর বিরাট শঙ্খে ফুঁ দিলেন। ইডেনের পাশে সেই গগনভেদী শঙ্খধ্বনি ভারতীয় সমর্থকদের চিৎকার হয়ে উঠল। ফাঁকা ইডেনে ভারতীয় দলকে উজ্জীবিত করতে রইলেন সুধীর।
বুধবার বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দল পৌঁছে যায় ইডেনে। ভারতীয় দলের বাসের সামনে বসেছিলেন বিরাট কোহলী। রোহিত শর্মার পয়া মাঠ বলে পরিচিত ইডেন। সেখানেই ছন্দের খোঁজে বিরাট। এক দিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হারানোর পর এ বার টি-টোয়েন্টি সিরিজে নামছে ভারত।