Rohit Sharma

Rohit Sharma: কোহলী, পন্থ নন, রোহিতের চোখে ম্যাচের সেরা অন্য সতীর্থ

রুদ্ধশ্বাস ম্যাচ গড়াল শেষ ওভার পর্যন্ত। কিন্তু শেষমেশ চাপের মুখে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২৯
Share:

কাকে ম্যাচের সেরা বাছলেন রোহিত ফাইল ছবি

রুদ্ধশ্বাস ম্যাচ গড়াল শেষ ওভার পর্যন্ত। কিন্তু শেষমেশ চাপের মুখে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে দিল তারা। টি-টোয়েন্টি সিরিজও ঢুকে গেল পকেটে।

Advertisement

বিরাট কোহলী এবং ঋষভ পন্থ শুক্রবার অর্ধশতরান করেন। তবে রোহিত বেশি খুশি ভুবনেশ্বর কুমারের খেলা নিয়ে। একটি ক্যাচ মিস করলেও ১৯তম ওভারে দারুণ বল করেন ভুবনেশ্বর। নিকোলাস পুরানকে ফেরানোর পাশাপাশি মাত্র ৪ রান দেন সেই ওভারে। ম্যাচের পর রোহিত বললেন, “সেই মুহূর্তে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এখানেই অভিজ্ঞতার আসল দাম পাওয়া গেল। দুর্দান্ত ইয়র্কার দিয়েছিল ভুবনেশ্বর। পাশাপাশি বাউন্সারও দিয়েছে। আমরা প্রতিভায় বিশ্বাস করি। সেটা আজ কাজে লেগেছে।”

শেষ মুহূর্তে জিতে চাপমুক্ত রোহিত। বলেছেন, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা মানে সব সময় একটা ভয়ের মধ্যে থাকতে হয়। আমরা জানতাম স্কোরবোর্ডে বড় রান তুললেও নিশ্চিন্তে থাকা যাবে না। তাই জন্য আগে থেকেই ভাল ভাবে প্রস্তুতি নিয়েছিলাম। চাপের মুখে নিজেদের সমস্ত পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি।”

Advertisement

প্রশংসা করে গেলেন বিরাট কোহলীর। বলেছেন, “বিরাট দুর্দান্ত একটা ইনিংস খেলল। আমার থেকে পুরো চাপটাই কেড়ে নিয়েছিল। পন্থ এবং বেঙ্কটেশ আয়ারেরও প্রশংসা প্রাপ্য। বিশেষত বেঙ্কটেশ যে ভাবে আজ পরিণত মানসিকতা দেখিয়েছে, তা দেখে খুবই ভাল লেগেছে। ওকে আজ যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। শেষের দিকে তো এক বার আমাকে এসে বলেছিল যে ওকে একটা ওভার দিতে পারি কিনা।”

তবে এত কিছুর মধ্যে একটা বিষয়ে হতাশ রোহিত। তাঁর কথায়, “ফিল্ডিং নিয়ে খুব একটা খুশি নই। বরং হতাশই বলতে পারেন। যথেষ্ট শ্লথ ছিলাম ফিল্ডিং করতে গিয়ে। ওই ক্যাচগুলো নিতে পারলে হয়তো আরও ভাল পরিস্থিতিতে থাকতে পারতাম। চেষ্টা করব ভবিষ্যতে এ ধরনের ভুল যতটা সম্ভব কমানো যায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement